Advertisment

KKR ছেড়ে হঠাৎ বাংলাদেশে লিটন! গুজরাট ম্যাচের ঠিক আগেই বড় দুঃসংবাদ শাহরুখের শিবিরে

কেকেআর ছেড়ে দিলেন লিটন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাত্র তিন সপ্তাহ আগে কেকেআর ক্যাম্পে যোগ দিয়েছিলেন লিটন দাস। তবে হঠাৎ করেই নাইট রাইডার্স শিবির ছেড়ে দিলেন লিটন দাস। পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফিরে গেলেন বাংলাদেশি তারকা।

Advertisment

শনিবার কেকেআর খেলতে নামছে গুজরাট টাইটান্স-এর বিপক্ষে। সেই ম্যাচের ২৪ ঘন্টা আগেই ধাক্কা খেল কেকেআর। নাইটদের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, "লিটন দাস আজ সকালে (শুক্রবার, ২৮ এপ্রিল) বাংলাদেশ ফিরে যেতে বাধ্য হলেন। চিকিৎসাজনিত কারণে অবিলম্বে তাঁকে পরিবারের কাছে ফিরতে হচ্ছে। এই কঠিন সময় লিটন ও তাঁর পরিবারের জন্য আমাদের শুভকামনা রইল।"

চলতি সিজনে লিটন দলে যোগ দেওয়ার পর ভাবা হয়েছিল দলের নিয়মিত উইকেটকিপার হিসাবে খেলানো হবে বাংলাদেশি তারকাকে। তবে মাত্র এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। দিল্লির বিপক্ষে অবশ্য নাইটদের হয়ে আইপিএলের অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ব্যাট হাতে শূন্য করার পর উইকেটকিপার হিসাবেও চরম ব্যর্থ হন। জোড়া স্ট্যাম্প মিস করে বসেন তারকা।

তারপরের ম্যাচেই সিএসকের বিপক্ষে লিটন বাদ পড়েন। নাইটদের হয়ে টানা তিনটে ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স করে গিয়েছেন লিটনের বদলে ওপেনার হিসাবে নামা জেসন রয়। দলের ব্যালান্স বজায় রাখার জন্য নাইটরা উইকেটকিপার হিসাবে খেলাচ্ছে এন জগদীশনকে।

এমনিতে টুর্নামেন্ট শুরুর আগেই সাকিব কেকেআর ছেড়ে দিয়েছিলেন। এবার লিটনও প্রস্থান করলেন। তিনি টুর্নামেন্টের পরের দিকে আবার প্রত্যাবর্তন করবেন কিনা, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

IPL Bangladesh Cricket KKR Kolkata Knight Riders
Advertisment