scorecardresearch

ছাড় নয় অমিত মিশ্রের মত সিনিয়রকেও, মাঠেই গালাগালি! কোহলির নামে আম্পায়ারকে অভিযোগ খোদ স্পিনারের

লখনৌ ইনিংসের সারাক্ষণই কুকীর্তি করে চলেছিলেন কোহলি, বলে অভিযোগ

ছাড় নয় অমিত মিশ্রের মত সিনিয়রকেও, মাঠেই গালাগালি! কোহলির নামে আম্পায়ারকে অভিযোগ খোদ স্পিনারের

তুমুল গালিগালাজ, অকথ্য অপশব্দ প্রয়োগ। আইপিএল ইতিহাসের অন্যতম নক্কারজনক ঘটনার সাক্ষী থেকেছে লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়াম। কোহলি, গম্ভীর, নভিন উল হক-একের পর এক তারকা জড়িয়ে গিয়েছেন কুৎসিততম কেলেঙ্কারিতে।

করমর্দনের সময় ঠিক কী ঘটেছিল। সেটাই এবার ফাঁস হল। সংবাদসংস্থাকে ঝামেলার সময় উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “তোমরা তো টিভিতে দেখেছ, কাইল মায়ের্স এবং বিরাট কোহলি পাশাপাশি হাঁটছিলেন। মায়ের্স কোহলিকে জিজ্ঞাসা করেন কেন তিনি বারবার লখনৌ ক্রিকেটারদের স্লেজিং করছিলেন। পাল্টা কোহলি বলেন, কেন তিনি তাঁকে লালচোখ দেখান? তার আগে আম্পায়ারকে অমিত মিশ্র অভিযোগ করেছিলেন, বিরাট কোহলি অনবরত ১০ নম্বর ব্যাটসম্যান নভিন উল হককে উত্যক্ত করছেন।”

“খারাপ কিছু একটা ঘটতে চলেছে তা আঁচ করতে পেরেই গম্ভীর মায়ের্সকে বলেন কোহলির সঙ্গে কথা চালিয়ে যাওয়ার দরকার নেই। তারপরে কোহলির সঙ্গে গম্ভীরের লেগে যায়।”

“গম্ভীর জিজ্ঞাসা করেন, ‘কী বলছিস বল।’ কোহলির সটান জবাব, আমি তো আপনাকে কিছু বলিইনি। আপনি কেন নাক গলাচ্ছেন? পাল্টা গম্ভীর বলেন, ‘তুই যদি আমার ক্রিকেটারদের কিছু বলিস, সেটা আমার পরিবারকে গালি দেওয়ার সমান।’ বিরাটও জবাব দেন, ‘তাহলে নিজের পরিবারকে সামলে রাখুন।’ গম্ভীর ক্রুদ্ধ হয়ে বলে দেন, ‘তুই তাহলে আমাকে এখন শেখাবি?”

লখনৌয়ের রান তাড়া করার সময় কোহলি সারাক্ষণই প্রতিপক্ষ ব্যাটারদের উত্যক্ত করছিলেন বলে অভিযোগ। এমনকি অমিত মিশ্র-র মত সিনিয়রকেও ছাড় দেননি কোহলি। তবে নভিন উল হক বনাম মহম্মদ সিরাজ স্লেজিং পর্বে অযাচিতভাবে নাক গলিয়ে ১৭তম ওভারে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলেন কোহলি। মাঠে এরপরে কোহলি বনাম নভিন যুদ্ধে গড়িয়ে যায় কোহলি বনাম গম্ভীর লড়াইয়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কেবল হাতাহাতি হতেই যা বাকি ছিল।

কেলেঙ্কারির একশেষ আর কী!

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 lsg vs rcb amit mishra was not spared from virat kohli abuse complaint was made to umpires