লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়াম চলতি আইপিএলের অন্যতম বিতর্কিত ঘটনার সাক্ষী থাকল। ম্যাচের ঝামেলা মাঠের বাইরে চলে গেল। যে বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মত দুই মহারথী। মহম্মদ সিরাজ, নভিন হকের মত দুই দলের দুই পেসারও জড়িয়ে পড়লেন সেই বিতর্কে।
সেই ম্যাচের প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই এবার কোহলিকে একহাত নিলেন অনিল কুম্বলে। যিনি বর্তমানে জিও সিনেমার ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি বলে দিলেন, "এরকম ম্যাচে অনেক আবেগ জড়িয়ে থাকে। তবে সবসময় তা প্রকাশ করা উচিত নয়। এটা ভীষণ প্রয়োজন। এমন ঘটনা মোটেই গ্রহণীয় নয়।"
"যাই হোক না কেন, প্রতিপক্ষকে সবসময় সম্মান করতে হবে। ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করতে হয়। এবং টুপি খুলতে হয়। সেটা সেই ক্রিকেটারের জন্য নয়, খেলাকে সম্মান জানানোর জন্য। জানি না কী কথা বলা হয়েছিল। কিছু বক্তব্য হয়ত ব্যক্তিগত স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে এটা ক্রিকেট মাঠে মোটেও কাম্য নয়। বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মত ক্রিকেটাররা যেখানে জড়িয়ে রয়েছেন, সেখানে এই ঘটনা শোভনীয় নয়।"
বিরাট কোহলিকে ঘিরে ভারতীয় ক্রিকেটে বিতর্কও কম নয়। এই বিতর্কেরই অন্যতম হল হেড কোচ অনিল কুম্বলের সঙ্গে তারকার মনোমালিন্য। কোহলি-কুম্বলের দ্বৈরথের ইতিহাস ভারতীয় ক্রিকেটে নতুন কিছু নয়। দুজনের সম্পর্ক এতটাই তলানিতে চলে যায় যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কুম্বলেকে জাতীয় দলের কোচিংয়ের পদ থেকে সরে দাঁড়াতে হয়।
রবি শাস্ত্রী অনিল কুম্বলের জায়গায় হেড কোচ হয়ে আসেন। ২০২১ টি২০ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত শাস্ত্রী হেড কোচ হিসেবে চালিয়ে যান।