Advertisment

তখনও এরকম মুখ দেখাদেখি বন্ধ হয়নি! ইডেনে কোহলিকে টাকা, মোবাইল ফোন দিয়ে দিয়েছিলেন গম্ভীর

কোহলির সঙ্গে সবসময় খারাপ সম্পর্ক ছিল না গম্ভীরের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়াম চলতি আইপিএলের অন্যতম বিতর্কিত ঘটনার সাক্ষী থাকল। ম্যাচের ঝামেলা মাঠের বাইরে চলে গেল। যে বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মত দুই মহারথী। মহম্মদ সিরাজ, নভিন হকের মত দুই দলের দুই পেসারও জড়িয়ে পড়লেন সেই বিতর্কে।

Advertisment

অবশ্য এই প্ৰথমবার নয়, এর আগেও কোহলির সঙ্গে যুযুধান যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর। সেই ঘটনা ঠিক বছর দশেক আগের। সেই সময় আরসিবির কোহলির সঙ্গে মাঠেই সংঘর্ষের সূত্রপাত ঘটে কেকেআর নেতা গম্ভীরের। সেই স্মৃতি উস্কে দিয়ে সোমবার রাতে ফের একবার ধ্বংসাত্মক মেজাজে দুই তারকা।

কোহলি-গম্ভীরের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকলেও অতীতে কিন্তু গম্ভীর স্নেহের ছায়ায় মুড়ে রাখতেন কোহলিকে। ২০০৯-এ তো একবার ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার কোহলিকে দিয়ে দেন তখনকার জাতীয় দলের তারকা ওপেনার।

সেবার ভারত সফরে এসেছিল শ্রীলঙ্কা। ইডেনে লঙ্কানদের ৩১৬ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই শেওয়াগ এবং শচীনকে হারিয়েছিল। এরপরে ভারতকে জয়ের ট্র্যাকে ফেরান গম্ভীর এবং তরুণ কোহলি। গম্ভীর ১৫০ করে যান। তরুণ কোহলি প্ৰথমবার আন্তর্জাতিক ক্রিকেটে একশো করে যান। ইডেনে ১০৭ করে আউট হন তিনি।

আর দেড়শ করার জন্য ম্যাচের সেরা হন গম্ভীর। ম্যাচ সেরার প্রাপ্ত ট্রফি, মোবাইল ফোন এমনকি পুরস্কারের অর্থও গম্ভীর দিয়ে দেন জাতীয় দলের সেই সময়ের তরুণ তুর্কিকে। গম্ভীরের আচরণ তুমুল প্রশংসিত হয়েছিল।

সেই ঘটনা অবশ্য অতীত। সেই ঘটনার পর জল বহুদূর গড়িয়েছে। এখন অবশ্য দুজনের প্রায় মুখ দেখাদেখি বন্ধ।

RCB Virat Kohli Gautam Gambhir Royal Challengers Bangalore IPL Lucknow Super Giants LSG
Advertisment