scorecardresearch

ও তো লেজেন্ড, মোটেও ঝামেলা করা উচিত হয়নি! কোহলিকে নিশানা করে IPL-এ ঝাঁঝ আমদানি ভাজ্জির

হরভজনের তোপের মুখে এবার কোহলি

ও তো লেজেন্ড, মোটেও ঝামেলা করা উচিত হয়নি! কোহলিকে নিশানা করে IPL-এ ঝাঁঝ আমদানি ভাজ্জির

লখনৌতে বিতর্কে বিদ্ধ হল আরসিবি বনাম সুপার জায়ান্টস ম্যাচ। সেই ঝামেলায় জড়িয়ে গেলেন একের পর এক তারকা- গৌতম গম্ভীর, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ থেকে আফগান তারকা নভিন উল হক। আর সেই ঘটনার পরে এবার মুখ খুললেন হরভজন সিং। জানিয়ে দিলেন, এমন ঘটনা অবশ্যম্ভাবী ছিল।

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলে দিলেন, “এটা তো হওয়ারই ছিল। দুই দলই তেতে ছিল। গোটা ম্যাচের মেজাজটাই বিগড়ে দিল এই ঝামেলা। এরকমই এক ঘটনার আমিও সাক্ষী ছিলাম। ২০০৮-এ একই ঘটনায় জড়িয়ে পড়েছিলাম আমি আর শ্রীসন্থ। ১৫ বছর পর আমি এখনও সেই ঘটনার জন্য বিব্রত হই। তখন আমি ভাবতাম, যা ঘটেছে, ঠিক হয়েছে। এখন মনে হয়, আমার ভুল হয়েছিল।”

৪২ বছরের জাতীয় দলের তারকার নিজের উপলব্ধির সঙ্গেই মনে করছেন বিরাট কোহলি এমনটা না করলেই পারতেন, “বিরাট কোহলি একজন কিংবদন্তি। তোমার কারোর সঙ্গে গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে যাওয়া উচিত হয়নি।”

ক্রিজে নভিন উল হক ব্যাট করতে নামার পরে কোহলি স্লেজিং করে ঝামেলার সূত্রপাত ঘটান। ম্যাচের পরে সৌজন্য করমর্দনের সময়েও যে ঘটনার রেশ ছড়িয়ে থাকল। উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে দুই তারকাকে আলাদা করতে হয়। গম্ভীর সেই ঝামেলায় যুক্ত হতেই পরিস্থিতি বিশ্ৰী টার্ন নেয়।

এই প্ৰথমবার কোহলি-গম্ভীর সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়লেন না। এর আগেও ২০১৩-য় আরসিবি বনাম কেকেআর ম্যাচ চলাকালীন কোহলি-গম্ভীর সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 lsg vs rcb harbhajan singh not impressed with brawl involving virat kohli gautam gambhir naveen ul haq mohammed siraj