Advertisment

কোহলিকে IPL-এ নিষিদ্ধ করার দাবি! শাস্ত্রী বললেন... আমি মীমাংসা করতে প্রস্তুত

কোহলি-গম্ভীর দ্বন্দ্বে অবাক করা প্রস্তাব দিলেন শাস্ত্রী

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাঠের মধ্যে গম্ভীর-কোহলি দ্বন্দ্বে অবশেষে মুখ খুললেন রবি শাস্ত্রী। জাতীয় দলের প্রাক্তন হেড কোচ বলে দিচ্ছেন, দুজনকে পাশাপাশি বসিয়ে সমস্যায় দাড়ি টানা হোক। সম্ভব হলে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।

Advertisment

স্টার স্পোর্টস-এ শাস্ত্রী বলে দিয়েছেন, "দু-একদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ওঁরা হয়ত উপলব্ধি করতে পারবে, আরও ভালভাবে বিষয়টি সামলানো যেত। ওঁরা দুজনেই একই রাজ্য দলের হয়ে খেলেছে। দুজনেই দিল্লি থেকে উঠে এসেছে। ক্রিকেটে দুজনের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। গৌতম দুবারের বিশ্বকাপজয়ী। বিরাট আবার ক্রিকেটের আইকন। সেরা বিষয় হবে দুজনকে পাশাপাশি বসিয়ে সমস্যার সমাধান করা।"

"এই কাজে যেই প্ৰথম ভূমিকা নিক, যত দ্রুত করা হবে ততই মঙ্গল। কেউই চায় বা বিষয়টি এভাবে জনসমক্ষে ছড়িয়ে দিতে। এই বিষয় যদি ভবিষ্যতেও চালু থাকে, মাঠে কথা কাটাকাটির পর এক জায়গায় জল অন্যত্র গড়াবে। যদি আমাকে মধ্যস্থতা করতে বলা হয় আমি রাজি।"

আরও পড়ুন: জরিমানায় কাজ হবে না, নিষিদ্ধ করা হোক কোহলিকে! বিরাটকে ‘অওকাত’ বুঝিয়ে দিলেন এবার গাভাসকার

গাভাকার অবশ্য এত শান্তিপূর্ণভাবে ঘটনার মীমাংসা করতে নারাজ। সরাসরি বলে দিয়েছেন, আইপিএলে নিষিদ্ধ করা হোক কোহলিকে। "আরসিবি কোহলিকে রিটেন করেছে ১৭ কোটি টাকায়। ১৬ টি ম্যাচের জন্য কোহলির দর ১৭ কোটি। এর মধ্যে সেমিফাইনাল এবং ফাইনাল-ও অন্তর্ভুক্ত। হয়ত কোহলির জরিমানা হবে ১ কোটি টাকা। কোহলির ১ কোটি জরিমানা কী অবস্থার খুব একটা বদল হবে? এটা কি খুব কড়া শাস্তি? কয়েক ম্যাচের জন্য ওঁদের দূরে সরিয়ে রাখতে হবে। এরকম হলে ক্রিকেটাররাও ভয়ে ভয়ে থাকবে।"

মাঠে লখনৌ বনাম আরসিবি ম্যাচে উত্তেজক লড়াই শেষে কোহলি এবং গম্ভীরকে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময় করতে। তারপর দুই দলের ক্রিকেটাররা সরিয়ে দেয় দুজনকে। আইপিএলের শৃঙ্খলাভঙ্গের জন্য দুজনেরই ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করা হয়।

আরও পড়ুন: তখনও এরকম মুখ দেখাদেখি বন্ধ হয়নি! ইডেনে কোহলিকে টাকা, মোবাইল ফোন দিয়ে দিয়েছিলেন গম্ভীর

পুরো ঘটনার সূত্রপাত নভিন উল হক এবং বিরাট কোহলির করমর্দনের সময়। কাইল মায়ের্স যখন বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছিলেন কোহলির সঙ্গে সেই সময় গম্ভীর আবার সরিয়ে দেন ক্যারিবীয় তারকাকে।

কোহলি প্ৰথমে গম্ভীরকে বন্ধুত্বপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছিলেন কাঁধে হাত দিয়ে। তবে তারপরেই পরিস্থিতি বিশ্রী দিকে মোড় নেয়।

Read the full article in ENGLISH

RCB Virat Kohli Gautam Gambhir Royal Challengers Bangalore IPL Ravi Shastri LSG
Advertisment