আইপিএল অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে সোমবার। মাঠের মধ্যেই সংঘর্ষে জড়ান। বিরাট কোহলি, গৌতম গম্ভীর থেকে নভিন উল হকের নাম জড়িয়ে গিয়েছে। মহম্মদ সিরাজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সমালোচনায় জর্জরিত কোহলি।
গোটা বিতর্কে এবার নভিন উল হকের পাশেই দাঁড়ালেন এমন একজন যাঁর সঙ্গে অতীতে আফগান পেসারের সরাসরি লেগে গিয়েছিল। শাহিদ আফ্রিদি চলতি বিতর্কে নভিনকেই সমর্থন করেছেন।
সামা টিভিতে আফ্রিদি বলে দিলেন নভিন উল হককে প্ররোচিত করা হয়েছিল। তাই তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আফ্রিদির যুক্তি, ফাস্ট বোলাররা আগ্রাসী হয়। এরকম ঘটনা হয়েই থাকে। তাই এই ঘটনা ভুলে এগিয়ে যেতে হবে।
আফ্রিদির বক্তব্য, "নভিনকে কেউ উত্যক্ত করলে তবেই ও প্রতিক্রিয়া জানায়। ওঁকে অনেকবার বল করতে দেখেছি। বহুবার ব্যাটসম্যানের কাছে মার-ও খেয়েছে। তবে ও কারোর সঙ্গে সংঘর্ষে জড়ায়নি। ওঁকে আগে কখনও এতটা আগ্রাসী মুর্তিতে দেখেছি কিনা মনে পড়ছে না। প্রত্যেক দলেই বেশ কিছু আগ্রাসী ক্রিকেটার থাকে। ফাস্ট বোলাররা তো এরকমই হয়।"
ঘটনাচক্রে যে শাহিদ আফ্রিদির সমর্থন পেলেন আফগান তারকা, তাঁর সঙ্গেই অতীতে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নভিন উল হক। ক্যান্ডি তাস্কর্স বনাম গল গ্ল্যাডিয়েটর্স ম্যাচে মহম্মদ আমিরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নভিন। এরপরে সৌজন্য করমর্দনের সময় আফ্রিদির সঙ্গে একপ্রস্থ লেগে যায় নভিনের।
সেই ম্যাচের পর আফ্রিদি টুইটারে লিখে দেন, "তরুণ ক্রিকেটারদের জন্য আমার পরামর্শ খুব স্পষ্ট- ক্রিকেট খেল তবে কোনওরকম গালিগালাজ কোরো না। আফগানিস্তান দলেও আমার বন্ধু রয়েছে। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রতিপক্ষকে সম্মান দেওয়া খেলার একদম নূন্যতম স্পিরিট।"