Advertisment

জরিমানায় কাজ হবে না, নিষিদ্ধ করা হোক কোহলিকে! বিরাটকে 'অওকাত' বুঝিয়ে দিলেন এবার গাভাসকার

কোহলিকে ধুয়েমুছে একশা করলেন এবার গাভাসকার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিরাট কোহলি, গৌতম গম্ভীর এবং নভিন উল হককে জড়িয়ে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল সোমবারের ম্যাচে গোটা বিশ্বে কলঙ্কিত হল আইপিএলের ভাবমূর্তি। সঙ্গেসঙ্গেই কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। কোহলি-গম্ভীরের ম্যাচ ফি-র একশো শতাংশ এবং নভিন উল হকের পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে।

Advertisment

তবে সুনীল গাভাসকারের এরকম জরিমানামূলক শাস্তিতে সায় নেই। তাঁর বক্তব্য, জরিমানা চাপিয়ে বর্তমান ক্রিকেটারদের ভয় দেখানো যাবে না। এমন কিছু করতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটানোর আগে পাঁচবার ভাবে সংস্লিষ্ট ক্রিকেটার। গাভাসকার বরং দু-এক ম্যাচে ক্রিকেটারদের নিষিদ্ধ করার কথা বলছেন।

দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের আগে টস রিপোর্টের সময় সুনীল গাভাসকার সম্প্রচারকারী চ্যানেলকে বলে দেন, "গতকাল ম্যাচ লাইভ দেখিনি। কিছুক্ষণ আগে ঘটনার ভিডিও ক্লিপ দেখলাম। এরকম ঘটনা মোটেই ভাল লাগে না দেখতে। তবে কোহলিকে একশো শতাংশ ম্যাচ ফির জরিমানা শাস্তি দিয়ে কী হবে?"

আরও পড়ুন: কোহলিকে IPL-এ নিষিদ্ধ করার দাবি! শাস্ত্রী বললেন… আমি মীমাংসা করতে প্রস্তুত

"আরসিবি কোহলিকে রিটেন করেছে ১৭ কোটি টাকায়। ১৬ টি ম্যাচের জন্য কোহলির দর ১৭ কোটি। এর মধ্যে সেমিফাইনাল এবং ফাইনাল-ও অন্তর্ভুক্ত। হয়ত কোহলিট জরিমানা হবে ১ কোটি টাকা। কোহলির ১ কোটি জরিমানা কী অবস্থার খুব একটা বদল হবে? এটা কি খুব কড়া শাস্তি? গম্ভীরের ক্ষেত্রে শাস্তি কী হয়েছে, জানি না। বোর্ডের উচিত এরকম ঘটনা যাতে পরবর্তীতে না হয়, তা নিশ্চিত করা।"

গাভাসকার গোটা বিতর্কে এতটাই বিরক্ত যে বলে দিয়েছেন, "কঠোর পরিশ্রম করে প্রতিদ্বন্দিতামূলকভাবে খেলার চেষ্টা করা উচিত। আমাদের সময়ও ঘটনা ঘটত। এখন যেরকম আগ্রাসন আমরা দেখতে পাই, সেরকম নয়। এখন গোটা ঘটনা সকলে টিভিতে দেখতে পায়। এই বিষয়টিও ফ্যাক্টর। ক্রিকেটারদের সরাসরি টিভিতে দেখা যাচ্ছে, তাই ওঁদের আরও সংযত হতে হবে।"

আরও পড়ুন: তখনও এরকম মুখ দেখাদেখি বন্ধ হয়নি! ইডেনে কোহলিকে টাকা, মোবাইল ফোন দিয়ে দিয়েছিলেন গম্ভীর

গাভাসকারের আরও পরামর্শ শুধুমাত্র ঘটনার সঙ্গে জড়িতদের জরিমানা দিয়েই ক্ষান্ত থাকলে হবে না। পুরো দলকেই এই দায়ভার নিতে হবে। "বোর্ডের উচিত এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা। বছর দশেক আগে হরভজন-শ্রীসন্থ কাণ্ড ঘটেছিল। কয়েক ম্যাচের জন্য ওঁদের দূরে সরিয়ে রাখতে হবে। এরকম হলে ক্রিকেটাররাও ভয়ে ভয়ে থাকবে। গুরুত্বপূর্ণ ম্যাচে যদি ওঁরা নির্বাসনে থাকে। তাহলে গোটা দলকেই ভুগতে হবে।"

Read the full article in ENGLISH

RCB Virat Kohli Gautam Gambhir Royal Challengers Bangalore IPL Sunil Gavaskar Lucknow Super Giants LSG
Advertisment