Advertisment

৫৭ বলে সেঞ্চুরি করেন ভারতের বিরুদ্ধে! বিধ্বংসী ব্যাটারকে নিয়ে নিল মহা-চমক কোহলির RCB-র

কোহলির দলে যোগ মারকুটে তারকার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চোটের কারণে ছিটকে গিয়েছেন আরসিবির ইংরেজ তারকা উইল জ্যাকস। জ্যাকসের বদলে ব্যাঙ্গালোর স্কোয়াডে যোগ দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল।

Advertisment

আইপিএল-এর তরফে প্রেস বিবৃতি দিয়ে শনিবার জানানো হল, "টাটা আইপিএলের জন্য আরসিবি নিউজিল্যান্ডের মিচেল ব্রেসওয়েলকে সই করিয়েছে উইল জ্যাকসের পরিবর্তে। চোটের কারণে জ্যাকস টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। নিলাম থেকে তাঁকে ৩.২ কোটি টাকায় কেনা হয়েছিল। ১৬ টি২০ খেলে ১১৩ রান এবং ২১ উইকেট নেওয়া ব্রেসওয়েল আরসিবিতে যোগ দেবেন বেস প্রাইস ১ কোটি টাকায়।"

চলতি মাসের শুরুতে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় পেশীতে চোট পান জ্যাকস। এরপরে স্ক্যানে ইনজুরি ধরা পড়ে তারকার। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে শেষমেশ সরে দাঁড়ান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। চলতি বছরেই তিন ফরম্যাটেই জ্যাকস অভিষেক ঘটিয়েছিলেন জাতীয় দলের হয়ে।

কয়েকমাস আগেই নিউজিল্যান্ডের হয়ে ভারতে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে এসেছিলেন ব্রেসওয়েল। প্ৰথম ওয়ানডেতেই কিউই তারকা।নিজের জাত চেনান। মাত্র ৫৭ বলে বিধ্বংসী শতরান করে যান তিনি। নিজের ইনিংসে হাঁকিয়েছিলেন ১০ ছক্কা, একডজন বাউন্ডারি। তিনিই এবারে খেলবেন আইপিএলে। কোহলি, ডুপ্লেসিসের মত তারকা খচিত দলে তিনি কতটা নিজেকে মেলে ধরতে পারবেন, সেটাই দেখার।

Read the full article in ENGLISH

IPL RCB Royal Challengers Bangalore
Advertisment