scorecardresearch

টসের পরে বদলানো যাবে গোটা দলই! IPL-এর নতুন নিয়মে ঝড় উঠে গেল ক্রিকেট বিশ্বে

নতুন নিয়মে বেনজির ঢেউ তুলল আইপিএল

টসের পরে বদলানো যাবে গোটা দলই! IPL-এর নতুন নিয়মে ঝড় উঠে গেল ক্রিকেট বিশ্বে

IPL 2023: নতুন নিয়মে এবার আইপিএল। এতদিন নিয়ম ছিল কয়েন টসের সময় দলের প্ৰথম একাদশ ঘোষণা করবেন দলের অধিনায়ক। সেই নিয়ম জলে ফেলে দিল আইপিএল। মেগা টুর্নামেন্ট শুরুর ঠিক ৯ দিন আগে আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হল, টসের পরেও চাইলে ক্যাপ্টেন ঘোষিত একাদশে বদল আনতে পারবেন।

নতুন নিয়মে বলা হচ্ছে, প্রত্যেক ক্যাপ্টেন এগারোজনের নাম ঘোষণা করতে পারবে। সেই সঙ্গে অতিরিক্তের তালিকায় আরও পাঁচজন পরিবর্ত ফিল্ডারকে রাখতে পারবে টিম লিস্টে। সেই তালিকা তুলে দেওয়া হবে ম্যাচ রেফারির হাতে। তবে এরপরেও চাইলে পরিস্থিতি বুঝে সংশ্লিষ্ট ক্যাপ্টেন প্রতিপক্ষ অধিনায়ককে না জানিয়ে সেই ঘোষিত একাদশে বদল ঘটাতে পারবেন।

এর অর্থ, টসের পরেও ক্যাপ্টেন দল পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুন: আইফোন, বিঘা বিঘা জমি! পুরস্কারের বন্যায় IPL-কে ছাপিয়ে গেল PSL চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

আইপিএলের আর যে নিয়মের সংযোজন হয়েছে, তা হল ব্যাটসম্যানের ব্যাটের সঙ্গে বলের সংযোগ ঘটানোর আগে উইকেটকিপার যদি অনৈতিকভাবে নড়াচড়া করে, তাহলে সংশ্লিষ্ট দলকে শাস্তি পেতে হবে। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। সেই ডেলিভারি ডেড বল ঘোষণা করতে পারেন দুজন অনফিল্ড আম্পায়ারের কোনও একজন। তারপর সতীর্থ আম্পায়ারকে সেই কারণ জানাবেন সেই আম্পায়ার। তারপর বোলিং প্রান্তের আম্পায়ার ফিল্ডিং দলের ক্যাপ্টেনকে গোটা বিষয়টি ব্যাখ্যা করে ব্যাটিং দলকে পাঁচ রান অতিরিক্ত দেবেন।

এছাড়াও ম্যাচ চলাকালীন যে কোনও পর্যায়ে পাঁচ জন ঘোষিত পরিবর্ত ফিল্ডারের যে কোনও কাউকে নামাতে পারে। যে নিয়মকে বলা হচ্ছে, ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউশন’।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 new team name rule introduced bcci playing xi toss