KKR New Captain, Nitish Rana: আইপিএল শুরু হতে মাত্র চারদিন বাকি। এর মধ্যেই কেকেআর অধিনায়কের নাম চূড়ান্ত করে ফেলল। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ার পর তার জায়গায় নাইটরা নেতা হিসাবে বেছে নিল নীতিশ রানাকে।
২০১৮ থেকে টানা কেকেআর শিবিরে রয়েছেন বাঁ হাতি তারকা ব্যাটসম্যান। প্ৰথম একাদশের নিয়মিত তারকা তিনি। গত বছর মিনি নিলামের আগে রিটেন করা হয়েছিল নীতিশ রানাকে। তার হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হল শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে।
বর্ডার-গাভাসকার সিরিজ চলাকালীন পিঠের পুরোনো জায়গায় চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তারপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছিল, অস্ত্রোপচারের পথে হাঁটলে তিন মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে শ্রেয়সকে। সেক্ষেত্রে গোটা আইপিএল-ই মিস করতে পারেন তিনি।
যদিও কেকেআরের প্রেস রিলিজে সোমবার জানিয়ে দেওয়া হল, তারকাকে আইপিএল চলাকালীন কোনও না কোনও এক পর্যায়ে পাওয়া নিয়ে আশাবাদী শিবির।
শ্রেয়স আইয়ার চোট পাওয়ার পরই কার্যত নিশ্চিত হয়ে যায় যে আইপিএলের প্ৰথম দিকের ম্যাচগুলোতে তিনি অন্তত নামতে পারবেন না। তারপরই নতুন নেতা নিয়ে জল্পনা শুরু হয়। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনদের মত টি২০ স্পেশ্যালিস্টরা থাকলেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই দুই ক্যারিবীয় তারকারই। অন্যদিকে, জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার সুবাদে ভাবা হচ্ছিল নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে শার্দূল ঠাকুরকে। তবে নেতৃত্বে অনভিজ্ঞতার অভাবেই তাঁকে আর ভাবা হয়নি।
আরও পড়ুন: শুক্রবারেই শুরু IPL! কবে, কীভাবে, কোথায়, কখন ব্লকবাস্টার টুর্নামেন্ট উপভোগ করবেন, জানুন এক ক্লিকে
বাংলাদেশের লিটন দাসও অধিনায়কত্বের দাবিদার ছিলেন। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে আইপিএলের মত মেগা টুর্নামেন্টে তাঁকে ক্যাপ্টেন করার সাহস দেখায়নি টিম ম্যানেজমেন্ট। কেকেআরের প্রেস রিলিজ স্পষ্ট করা হয়েছে, রাজ্য স্তরে (দিল্লির) নেতৃত্ব দিয়েছেন তিনি। তাছাড়া আইপিএলে অগাধ অভিজ্ঞতার কারণেই নীতিশ রানাকে বেছে নেওয়া হয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নীতিশ রানা ১২টি টি২০'তে অধিনায়কত্ব করেছেন। কেকেআরের যোগ দেওয়ার পর গত ছয় বছরে ৭৪ ম্যাচে ১৭৪৪ রান করেছেন। ১৩৫.৬১ স্ট্রাইক রেট সমেত।
কেকেআরের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেললেও জাতীয় দলের হয়ে সেভাবে সুযোগ পাননি। দুই বছর আগে নামমাত্র অভিষেক ঘটিয়েছিলেন টি২০ এবং ওয়ানডেতে। নেতা হলে ব্যাটে রানের বন্যা বইয়ে জাতীয় দলের দরজা ফের নাড়া দিতে পারবেন তিনি, সময়ই বলবে।
Read the full article in ENGLISH