Advertisment

কেউ KKR-এর কাছে কিছু প্রত্যাশাই করে না, নাইটদের তাতাতে অপমানের রাস্তায় হাঁটলেন শেওয়াগ

কেকেআরকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য শেওয়াগের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বরাবরের কত এবারেও কেকেআরের ভাগ্য কাঁদজত6 যেন চূড়ান্ত হয়ে গিয়েছে। ১০ ম্যাচে ৪ জয় নিয়ে কেকেআর আপাতত লিগ টেবিলের নিচ থেকে তৃতীয়। অষ্টম স্থানে থাকা কেকেআর প্লে অফে উঠবেই, এমন আশায় কার্যত কেউই বুক বাঁধছে না।

Advertisment

সানরাইজার্স হায়দরাবাদকে বৃহস্পতিবার নাইট রাইডার্স হারিয়েছে ৬ রানে। তবে তাতেও প্লে অফের ওঠার সমীকরণ বেশ কঠিন। একই কথা প্রযোজ্য হায়দরাবাদের ক্ষেত্রেও। অঙ্কের হিসাবে এখনও ভালোভাবেই কেকেআরের প্লে অফে পৌঁছনোর সম্ভবনা রয়েছে। তবে ধারাবাহিকতাহীনতায় ভোগা, এখনও দলের কম্বিনেশন ঠিক করতে না পারা কেকেআর প্লে অফে উঠবেই, এমন দাবি অতি বড় ভক্তরাও করছে না।

এমন আবহেই বীরেন্দ্র শেওয়াগ কেকেআরকে পরোক্ষে কিছুটা অপমান-ই করে বসলেন। বলে দিলেন, কেকেআর, হায়দরাবাদের মত দলের হারানোর আর কিছুই নেই। "যখন কোনও দল একদম তলানিতে চলে।যায়, তাদের কাছ থেকে সেরকম প্রত্যাশাও থাকে না। এই কারণেই ক্রিকেটাররা কিন্তু আরও নিজেদের খোলামেলাভাবে মেলে ধরতে পারে। এই সময়েই ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারে।"

ক্রিকবাজ-কে এমনটা জানিয়ে বীরু আরও বলেছেন, "এর সেরা উদাহরণ হল আমাদের ২০০৭-এর টি২০ ওয়ার্ল্ড কাপ। আমাদের কাছ থেকে সেরকম কোনও প্রত্যাশা ছিল না। আমরাও নিজেদের ওপর আশা হারিয়েছিলাম। নতুন দল নিয়ে নতুন ক্যাপ্টেন খেলতে নেমেছিল। আমরা স্রেফ নিজেদের উপভোগ করে গিয়েছিলাম, চার-ছক্কা হাঁকিয়েছিলাম। বোলারর দারুণ বোলিং করেছিল। আমরা ফাইনাল জিতে যাই। তাই যখন কারোর কোনও প্রত্যাশা থাকে না। নিজেও উপলব্ধি করতে পারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সেই সময়েই আসলে উপভোগ করা এবং আরও ভাল পারফরম্যান্স বেরিয়ে আসে। তখনই কিন্তু যোগ্যতা নির্ণয় সহজ হয়ে যায়।"

IPL KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders Virender Sehwag
Advertisment