scorecardresearch

KKR মোটেই আমাদের হারায়নি, নাইটদের কাছে শেষ বলে ছিটকে গিয়ে বিষ্ফোরক হায়দরাবাদের লারা

কেকেআরের কাছে হেরে অদ্ভুত দাবি লারার

KKR মোটেই আমাদের হারায়নি, নাইটদের কাছে শেষ বলে ছিটকে গিয়ে বিষ্ফোরক হায়দরাবাদের লারা

কেকেআর মোটেই হারায়নি, বরং পরপর উইকেট হারিয়ে নিজেরাই হেরে গিয়েছে হায়দরাবাদ। এমনটাই বলছেন সানরাইজার্স হায়দরাবাদ কোচ ব্রায়ান লারা।

কেকেআরের কাছে পাঁচ রানে হারতে হয়েছে হায়দরাবাদকে। জানাচ্ছেন প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেনের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। তবে কাজটাও দুরূহ ছিল।

ম্যাচের পর ব্রায়ান লারা বলে দিচ্ছেন, “পাওয়ার প্লে-তে আমরা পরপর উইকেট হারিয়ে ফেললাম। এরকম ঘটনা প্রভাব ফেলে দিল। আমরা ক্লাসেনের ওপর ভরসা করেছিলাম যে টানা একাই দলকে টেনে চলেছে। ওঁকে আরও একবার কঠিন পরিশ্রম করতে হল। ওঁর আগে তো আরও পাঁচজন কোয়ালিটি ব্যাটার ছিল। শেষমেশ লড়াইটা হয়ে দাঁড়াল ওঁর একার। আমাদের ম্যাচের সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। পার্টনারশিপ গড়ার দিকে নজর দিতে হবে।”

লারা কেকেআরের স্পিন জুটিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। তবে লারার বক্তব্য, কেকেআরের স্পিন জুটি মোটেই সমস্যায় ফেলেনি হায়দরাবাদকে। তিনি বলছেন, “বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা বিশ্বমানের স্পিনার। এমনটা নয় যে আমরা স্পিনের বিরুদ্ধে দুর্বল। ম্যাচ আমাদের হাতের মুঠোয় ছিল। আমরাই হেরেছি। মারক্রাম এবং ক্লাসেন দারুণ একটা পার্টনারশিপ গড়ল। আমরা ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিলাম। তবে আমরা আবার উইকেট হারিয়ে পিছিয়ে পড়লাম।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 not kkr sunrisers hyderabad lost due to their negligence says head coach brian lara