Advertisment

ভারতের হার ক্রিকেটের জন্য খুশির খবর! সিরাজদের কান্নায় ব্যাপক হাসি পাক সুপারস্টারের

ভারত হারতে ফের আনন্দের ঢেউ পাকিস্তানে

author-image
IE Bangla Sports Desk
New Update
razzaq-india

ভারতের হারে আনন্দে আত্মহারা পাকিস্তান (টুইটার)

ঐশ্বর্য রাইকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছিলেন। বলে দিয়েছিলেন, ঐশ্বর্যকে বিয়ে করে কোনও ভাবেই সুসন্তানের জন্ম দেওয়া সম্ভব নয়। ঝড় উঠে গিয়েছিল। মান বাঁচাতে আফ্রিদি ক্ষমা চাইতে বলেছিলেন। ভারত জুড়ে রাজ্জাকের নামে কার্যত ক্ষেপে ওঠার মত কাণ্ড হয়েছিল।

Advertisment

তবে সেই বিতর্কে এখনই ইতি পড়ার কোনও সম্ভবনা নেই। রাজ্জাকের ফের ভয়াবহ মন্তব্য ঝড় তুলে দিল ভারত জুড়ে। সরাসরি বলে দিলেন, ভারতের হার ক্রিকেটের জন্যই ভালো। ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতের হার বিশ্লেষণ করছিলেন এক পাক চ্যানেলে। জিও টিভির সেই অনুষ্ঠান 'হাসনা মানা হ্যায়'-এ রাজ্জাক বলে দেন, "ভারত আত্মতুষ্টিতে ভুগছিল। সত্যি কথা বলতে ভারতের হারে ক্রিকেটের জয় হয়েছে। কন্ডিশন কখনও নিজের মত করে বানালে সেটা কখনই প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেনা। যদি ভারত ফাইনালে জিতত, তাহলে ক্রিকেটে ওঁদের মুঠি আরও জোরদার হত। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পিচ, আবহ এমন হওয়া দরকার, যেখানে দুই দলই সমান সুযোগ-সুবিধা পায়। ফাইনালেই ভারত অন্যায্য সুবিধা নিয়েছে।"

ফাইনালে টসে জিতে সকলকে অবাক করে দিয়ে অজি নেতা প্যাট কামিন্স প্ৰথমে বোলিং নিয়েছিলেন। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ফেভারিট তকমা ছাড়াই খেলতে নেমে ভারতকে মাটি ধরিয়ে দেয় অজিরা। ষষ্ঠবার বিশ্বকাপ জিতে আহমেদাবাদে ইতিহাস গড়ে ভারত।

আব্দুল রাজ্জাক আরও বলেছেন, বিরাট কোহলি যদি সেঞ্চুরি করত, তাহলে ভারত হয়ত তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হতে পারত। সেই অনুষ্ঠানের প্যানেলেই হাজির ছিলেন পাকিস্তানের অন্য এক প্রাক্তন মহম্মদ আমের। তিনি বলেছেন, যে পিচে ফাইনাল হল, সেটা মোটেই এত বড় একটা ম্যাচের পিচ হওয়ার উপযুক্ত ছিল না। ঘটনাচক্রে, গ্রুপ পর্বে যে পিচে ভারত-পাক ম্যাচ হয়েছিল, সেই পিচেই হয় বিশ্বকাপ ফাইনাল। আমের সটান বলে দিয়েছেন, "মনে হচ্ছিল না এটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের উইকেট। অদ্ভুত পিচে হল বিশ্বকাপ ফাইনাল।"

Indian Team ICC Cricket World Cup Cricket World Cup pakistan Indian Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment