Advertisment

ঠিক হয়েছে আমরা হেরেছি! KKR-র কাছে বিধ্বস্ত হয়ে নিজের দলকে তুলোধোনা কোহলির

কেকেআরের কাছে হারতেই দলের পারফরম্যান্স নিয়ে বিষ্ফোরক কোহলি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি সিজনে প্রথমবার আরসিবি পাওয়ার প্লে-তে বিপক্ষের একটাও উইকেট তুলতে পারল না। শেষ ১০ ওভারেও নাইটদের বিপক্ষে ১১০ রান লিক করল আরসিবি। আর আরসিবির এই দুর্বল পারফরম্যান্স-এর পূর্ণ সদ্ব্যবহার করে কেকেআর বুধবার চিন্নাস্বামীতে ২১ রানে জয় পেল।

Advertisment

চলতি সিজনে অষ্টম ম্যাচে হার হজম করার পর স্ট্যান্ড ইন অধিনায়ক বিরাট কোহলি একহাত নিলেন দলের তারকাদের। ম্যাচের পর চাঁচাছোলা ভাষায় কোহলি বলে দিয়েছেন, " আমরাই ওঁদের ম্যাচ উপহার দিয়ে গেলাম। আমাদের হারাটাই উচিত। জয় হাতে করে তুলে দিলাম আমরা। নিজেদের মান অনুযায়ী অবশ্যই এদিন খেলতে পারিনি আমরা। যদি ম্যাচের পর্যালোচনা করা যায়, বোঝা যাবে আমরা সুযোগের ফায়দা নিতে ব্যর্থ হয়েছি। আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। এতে অতিরিক্ত ২৫-৩০ রান গচ্ছা দিতে হয়েছে। আমরা সহজে ফাঁদে পা দিয়েছি। এমন সমস্ত বলে হাঁকাতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছি যেগুলো মোটেই উইকেট তোলার মত ডেলিভারি ছিল না।"

কোহলি ৩৭ বলে ৫৪ করে দলের সেরা স্কোরার। বাকিরা কেউই কোহলির ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গত করতে পারেনি। কেকেআর পাওয়ার প্লে-তেই তিন উইকেট তুলে নিয়েছিল।২০১ রান চেজ করতে নেমে শুরুতেই ফাফ দু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েলকে হারিয়ে বসেছিল কোহলির দল।

কোহলির বক্তব্য, "স্কোরবোর্ডে যা রয়েছে, কীভাবে চেজ করা যাবে সেটাই ছিল মোদ্দা কথা। উইকেট পড়তে থাকলেও একটা পার্টনারশিপ আমাদের জয় এনে দিতে পারত। জয়ের জন্য স্রেফ একটা পার্টনারশিপ দরকার ছিল। সোজা উইকেট ছুঁড়ে দেওয়া মোটেই উচিত হয়নি আমাদের।"

আট ম্যাচে আরসিবির জয় পরাজয় আটটি করে। কোহলি যোগ করেছেন, "আমরা একটা জিতলাম। তারপর হারলাম। তবে এই ঘটনায় আমরা মোটেই বিচলিত হচ্ছি না। সামনের দিকে বাইরের মাঠে বেশ কিছু জয় পেতে হবে যাতে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে আমরা ভালো জায়গায় থাকি।"

১৩ তম ওভারে আন্দ্রে রাসেলকে হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান কোহলি। রাসেল জানিয়েছেন, "এই জয় আমাদের ভীষণভাবে প্রয়োজন ছিল। গত কয়েক ম্যাচে আমরা ভয়ঙ্কর চাপে ছিলাম। ব্যাট করতে নেমে আমাদের প্ল্যানই ছিল স্কোরবোর্ডে বড় স্কোর জমা করে চাপ দেওয়া।"

Read the full article in ENGLISH

IPL KKR Royal Challengers Bangalore Virat Kohli RCB Kolkata Knight Riders
Advertisment