আরসিবি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে প্রকাশ্যে দ্বৈরথে জড়িয়ে আপাতত গোটা ক্রিকেট বিশ্বের শিরোনামে উঠে এসেছেন গৌতম গম্ভীর। সেই ঘটনার পর বহু আলোচনা-সমালোচনার ঢেউ উঠেছে।
এবার গম্ভীর স্পষ্ট বিরাটকে উদ্দেশ্যে করে পরোক্ষে তোপ দাগলেন টুইটারে। "চাপের কথা বলে দিল্লি থেকে যে পালিয়েছিল মনে হচ্ছে সে আবার পেড পিআরের মাধ্যমে ক্রিকেটের প্রতি উদ্বেগের কথা ব্যক্ত করছেন। এটা কলিযুগ। যেখানে পালিয়ে যাওয়া ব্যক্তিরা নিজেদের কোর্ট চালায়।"
সরাসরি কারোর নাম উল্লেখ না করলেও সূত্রের খবর গম্ভীরের নিশানায় দিল্লি ডিস্ট্রিক্ট এন্ড ক্রিকেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। যিনি সম্প্রতি কোহলি-গম্ভীরের দ্বন্দ্বে বিরাটের পাশে দাঁড়িয়ে লখনৌ মেন্টরকে তুলোধোনা করেছিলেন।
আরও পড়ুন: তখনও এরকম মুখ দেখাদেখি বন্ধ হয়নি! ইডেনে কোহলিকে টাকা, মোবাইল ফোন দিয়ে দিয়েছিলেন গম্ভীর
সোমবার শৃঙ্খলাভঙ্গের জন্য কোহলি এবং গম্ভীরের ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করা হয়েছে। নভিন উল হকের জরিমানার অঙ্ক পঞ্চাশ শতাংশ। ঘটনা হল, কোহলি মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ রাখলেন না। নিয়ে গেলেন মাঠের বাইরে। ম্যাচের পর আরসিবি ভিডিওয় কোহলিকে বলতে শোনা গিয়েছে, “মধুর জয়। যদি তুমি এত দিতে পার। তাহলে হজম-ও করতে হবে। নাহলে দিও না।” কোহলির ক্ষোভের উদ্দেশ্য কে, তা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। নভিন-ও ম্যাচের পর পাল্টা দিয়েছেন, “তুমি এটারই যোগ্য। এটাই হওয়া উচিত এবং এভাবেই এটা হয়ে থাকে।”
পরিস্থিতি সামলান নন স্ট্রাইকার এন্ডে ব্যাটিং করা অমিত মিশ্র। যিনি ম্যাচের সময়ে কোহলির কটুক্তির শিকার হচ্ছিলেন। সেই ঘটনারই রেশ বয়ে থাকে সৌজন্য করমর্দনের সময়। পুনরায় নভিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কোহলি। এবার থামান ম্যাক্সওয়েল। ম্যাচের পর সৌজন্য করমর্দনের সময় ক্যারিবিয়ান তারকা কাইল মায়ের্স সাধারণভাবে কথাবার্তা বলছিলেন কোহলির সঙ্গে। তবে গম্ভীর এসে মায়ের্সকে কোহলির কাছ থেকে দূরে সরিয়ে দেন।
এর কিছুক্ষণ পরেই লেগে যায় কোহলি-গম্ভীরের। দশকের পুরোনো তিক্ত স্মৃতি উস্কে দিয়ে।
Read the full article in ENGLISH