Advertisment

গম্ভীরের সঙ্গে ঝামেলার রেশ মাঠের বাইরেও! কোহলিকে মুখের ওপর জবাব দিলেন লখনৌয়ের আফগান তারকাও

কোহলি-গম্ভীরের ডুয়েলে উত্তাল আইপিএল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

লখনৌ পেসার নবীন উল হক এবং গৌতম গম্ভীরের সঙ্গে মাঠে ঝামেলায় জড়ানোর পর কোহলি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন। বিতর্কিত ঘটনার জন্য কোহলি এবং গম্ভীরের ম্যাচ ফির একশো শতাংশ এবং নভিন উল হকের পঞ্চাশ শতাংশ জরিমানা হয়েছে।

Advertisment

মার্কাস অরেলিয়াসকে উদ্ধৃত করে কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখলেন, "আমরা যা কিছু শুনি তা মতামত মাত্র। প্রকৃত ঘটনা নয়। আমরা যা দেখি তা একটি দৃষ্টিভঙ্গি থেকে, সত্যিটা নয়।"

publive-image

লখনৌয়ের আফগান সিমার যিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনিও পাল্টা সোশ্যাল মিডিয়ায় কোহলিকে লিখেছেন, "তোমার যেটা প্রাপ্য, সেটাই পেয়েছ। এটাই হওয়া উচিত। এভাবেই এটা হয়ে থাকে।"

publive-image

ম্যাচের উত্তপ্ত ঘটনার শেষে সৌজন্য করমর্দনের সময়েও।বিষয়টি অন্য মাত্রায় পৌঁছয়। করমর্দনের সময় কোহলির হাত শক্ত করে ধরেন নবীন। তিনি স্পষ্টতই মাঠের ঘটনা সহজে ভুলতে পারছিলেন না। সেই সঙ্গে মহাতারকাকে কিছু একটা বলেন।

আরও পড়ুন: আগুনে জ্বলল আগুন! কোহলি-গম্ভীরের প্রায় হাতাহাতিতে উত্তপ্ত IPL, কেন বিতর্ক, জানুন ঘটনার ক্যালেন্ডার ধরে

কোহলিকে পিছু হেঁটে নবীনকে পাল্টা কিছু বলতে শোনা যায়। এতে আরও তেতে যান আফগান পেসার। সেই সময় আবার গ্লেন ম্যাক্সওয়েল পরিস্থিতি সামলান। তারপর অবশ্য কোহলি-নবীনের কোনও শারীরিক সংঘর্ষ ঘটেনি।

যাইহোক, ম্যাচে লখনৌয়ের পিচের চরিত্র একদম ঠিকঠাক পড়তে পেরেছিল। স্কোরবোর্ডে মাত্র ১২৬ রান তুলেও তা ডিফেন্ড করে দেন কোহলিরা।

ম্যাচের বিরতিতে মনে হচ্ছিল আরসিবির ১২৬ মোটেই জয়ের জন্য যথেষ্ট নয়। তবে ঘরের মাঠে স্লো পিচে প্রতি আক্রমণাত্মক ব্যাটিং বুমেরাং হয়ে যায় কেএল রাহুলের দলের। শেষ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লখনৌ।

Read the full article in ENGLISH

RCB Virat Kohli Gautam Gambhir Royal Challengers Bangalore IPL Lucknow Super Giants LSG
Advertisment