কোহলি, গম্ভীর, সিরাজের এবং নভিন উল হকের বিতর্কিত ঘটনায় আইপিএল।উত্তাল। বিতর্কের চওড়া পোচ লেগে গিয়ে চলতি সংস্করণের আইপিএলে। তবে গোটা ঘটনায় বিতর্কের পিছনে নাকি কোহলির অশালীন আচরণ। অন্তত ভাইরাল হওয়া এক ভিডিওতেই তা স্পষ্ট।
কীভাবে ঘটনার সূত্রপাত:
কোহলি এবং নবীনের স্লেজিং থেকে ঘটনার সূত্রপাত। ১৭তম ওভারের শেষ বলে সিরাজ আফগান তারকা নবীন উল হককে বাউন্সার দেন। সেই বল আম্পায়ার নো বল ঘোষণা করেন। ফ্রি হিটের সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি নবীন। তারপরেই নবীনকে রক্তচক্ষু দেখান সিরাজ। সেই সঙ্গে ব্যাটিং এন্ডে বল ছুঁড়ে দেন। তারপরেই নবীনকে দেখা যায় আরসিবি তারকার সঙ্গে কথা চালাতে। সেই সময় মিড অফে ঘুরে বেড়াচ্ছিলেন কোহলি। তিনি গোটা ঘটনায় হস্তক্ষেপ করে নবীনকে পাল্টা দেন। তবে কোহলিকে ছাড়েননি নবীন-ও।
টানটান লড়াইয়ের আঁচ গিয়ে পড়েছিল করমর্দনের সময়ও। সেই সময়েও কোহলি-নবীনকে আলাদা করতে হয় বিতর্ক এড়াতে। করমর্দনের সময় কোহলির হাত শক্ত করে ধরেন নবীন। তিনি স্পষ্টতই মাঠের ঘটনা সহজে ভুলতে পারছিলেন না। সেই সঙ্গে মহাতারকাকে কিছু একটা বলেন।
কোহলিকে পিছু হেঁটে নবীনকে পাল্টা কিছু বলতে শোনা যায়। এতে আরও তেতে যান আফগান পেসার। সেই সময় আবার গ্লেন ম্যাক্সওয়েল পরিস্থিতি সামলান। তারপর অবশ্য কোহলি-নবীনের কোনও শারীরিক সংঘর্ষ ঘটেনি।
আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে ঝামেলার রেশ মাঠের বাইরেও! কোহলিকে মুখের ওপর জবাব দিলেন লখনৌয়ের আফগান তারকাও
ঘটনা হল, গোটা ঘটনায় অনেকেই নভিন উল হককে দায়ী করেছেন। ক্রিকেট সমর্থকরা আবার মাঠে নেমে গম্ভীরের আচরণেরও তীব্র নিন্দা করেছেন। তবে ভাইরাল হওয়া এক ভিডিও কিন্তু অন্য কথা বলছে। যে ভিডিওয় কোহলিকে দেখা যাচ্ছে আফগান পেসার নভিন উল হককে জুতো দেখাচ্ছেন।
এরকম অশালীন আচরণের পরেই কোহলির খেলোয়াড়ি মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
যাইহোক, ম্যাচে আরসিবি টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ১২৬-এর বেশি তুলতে পারেনি। দু-প্লেসিস ৪০ বলে ৪৪ করেন। কোহলি ৩০ বলে ৩১ রানের অবদান রাখেন। আরসিবি বোলারদের হয়ে দারুণ বোলিং করে যান মহম্মদ সিরাজ এবং জস হ্যাজেলউড। তারপর আরসিবির স্পিনাররা ১০৮ রানে অলআউট করে দেয় লখনৌকে।