Advertisment

IPL-এ খেলতে এসেছি, গালি শুনতে নয়! কোহলিকে চেঁচেপুছে আক্রমণ বিতর্কিত আফগান তারকার

শুধু কোহলি-সিরাজ-ই নন, আগেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়ান এই নভিন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

যুদ্ধ-বিধ্বস্ত কাবুল থেকে পাকিস্তানে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিলেন। সেই চিকিৎসক-পিতার পুত্র নভিন উল হক আপাতত আইপিএলে শোর মাচিয়ে দিয়েছেন ভয়াবহ বিতর্কের আমদানি করে। যে ঘটনার সুত্রপাত লখনৌয়ের ব্যাটিংয়ের সময় ১৭তম ওভারে।

Advertisment

১৭তম ওভারের শেষ বলে সিরাজ আফগান তারকা নবীন উল হককে বাউন্সার দেন। সেই বল আম্পায়ার নো বল ঘোষণা করেন। ফ্রি হিটের সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি নবীন। তারপরেই নবীনকে রক্তচক্ষু দেখান সিরাজ। সেই সঙ্গে ব্যাটিং এন্ডে বল ছুঁড়ে দেন। তারপরেই নবীনকে দেখা যায় আরসিবি তারকার সঙ্গে কথা চালাতে। সেই সময় মিড অফে ঘুরে বেড়াচ্ছিলেন কোহলি। তিনি গোটা ঘটনায় হস্তক্ষেপ করে নবীনকে পাল্টা দেন। তবে কোহলিকে ছাড়েননি নবীন-ও।

আরও পড়ুন: আগুনে জ্বলল আগুন! কোহলি-গম্ভীরের প্রায় হাতাহাতিতে উত্তপ্ত IPL, কেন বিতর্ক, জানুন ঘটনার ক্যালেন্ডার ধরে

টানটান লড়াইয়ের আঁচ গিয়ে পড়েছিল করমর্দনের সময়ও। সেই সময়েও কোহলি-নবীনকে আলাদা করতে হয় বিতর্ক এড়াতে। করমর্দনের সময় কোহলির হাত শক্ত করে ধরেন নবীন। তিনি স্পষ্টতই মাঠের ঘটনা সহজে ভুলতে পারছিলেন না। সেই সঙ্গে মহাতারকাকে কিছু একটা বলেন।

কোহলিকে পিছু হেঁটে নবীনকে পাল্টা কিছু বলতে শোনা যায়। এতে আরও তেতে যান আফগান পেসার। সেই সময় আবার গ্লেন ম্যাক্সওয়েল পরিস্থিতি সামলান। তারপর অবশ্য কোহলি-নবীনের কোনও শারীরিক সংঘর্ষ ঘটেনি।

আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে ঝামেলার রেশ মাঠের বাইরেও! কোহলিকে মুখের ওপর জবাব দিলেন লখনৌয়ের আফগান তারকাও

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, ম্যাচের পর বিতর্কিত আফগান তারকা লখনৌয়ের সতীর্থকে বলে দেন, "আইপিএলে খেলতে এসেছি। গালিগালাজ হজম করতে নয়। আত্মসম্মান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কোহলি আমাকে জুতো দেখিয়েছিল। আমিও ওঁকে ওঁর লেভেল দেখিয়ে দিয়েছি।"

২৩ বছরের আফগান তারকা ম্যাচের পর কোহলিকে স্পষ্ট নিশানা করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখে দেন, "তোমার যা প্রাপ্য সেটাই পেয়েছ। এরকমই হওয়া উচিত। এভাবেই এটা হয়ে থাকে।"

publive-image

অবশ্য এই প্ৰথমবার ক্রিকেট মাঠে বিতর্কে জড়ালেন না নভিন উল হক। লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি তাস্কার্স-এর হয়ে খেলার সময় গল গ্ল্যাডিয়েটর্স সিমার মহম্মদ আমেরের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন। সেই সময় মুনাফ প্যাটেল সহ বেশ কয়েকজন সিনিয়র তারকা পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেন।

আরও পড়ুন: অসভ্যতার একশেষ! আফগান তারকাকে জুতো দেখান কোহলি, তারপরেই বিধ্বংসী ঘটনা, দেখুন বিষ্ফোরক ঘটনা

তবে ম্যাচের পর সৌজন্য করমর্দনের সময় সেই সময়েও বিতর্ক দানা বাঁধে। শাহিদ আফ্রিদিকে নিশানা করেন তিনি। সেই ম্যাচের পর আফ্রিদি জুনিয়র তারকাকে সবক শেখানোর ভঙ্গিতে টুইটারে লেখেন, "ক্রিকেটকে খেল। কখনও গালিগালাজ কোরো না।" পাল্টা নভিন জানান, তাঁকে সারাক্ষণ আমের অপমানজনক কথা বলে চলছিল। কীভাবে আফগান শরণার্থীরা পাকিস্তানে আশ্রয় নিয়ে তাঁদের পায়ের তলায় রয়েছে সেই বিষয়ে নাকি অপমানের পর অপমান করে চলেন আমের।

ম্যাচ গড়াপেটায় নির্বাসিত আমের সেই ঘটনা অস্বীকার করে পাল্টা বলেন, সারাক্ষণ নাকি নভিন তাঁকে প্রতারক বলে চলেছিলেন। "আমার নাকি পাঁচ বছর হাজতবাস হওয়া উচিত।"

ক্রিকেটার ম্যাগাজিন-এ বিতর্কিত এই আফগান তারকা সাক্ষাৎকারে বলে দেন, "কেউ যদি আমাকে কিছু বলে আমি মোটেই সরে আসব না। আগ্রাসন আমার স্বভাবজাত। আমি যদি বলি আগামীকাল থেকেই অন্যভাবে নিজেকে মেলে ধরব, তাহলে সত্যের অপলাপ হবে। কেউ যদি আমাকে কিছু বলে, আমি কখনই বলব না যে আমি সেই লড়াই থেকে পিছু হঠব। এটা আমার ডিএনএ-তেই রয়েছে।"

সেবার মহম্মদ আমের-শাহিদ আফ্রিদিদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। এবার দ্বৈরথ সরাসরি কোহলি-সিরাজদের সঙ্গে। বুকের পাটা আছে বলতে হবে!

Read the full article in ENGLISH

IPL LSG Lucknow Super Giants Royal Challengers Bangalore Virat Kohli RCB Afghanistan Gautam Gambhir
Advertisment