scorecardresearch

১ টাকাও ক্ষতিপূরণ দিতে হবে না কোহলিকে! চূড়ান্ত অভব্যতা করেও ১ কোটি টাকা বাঁচল বিরাটের

স্বস্তি পেলেন কোহলি

১ টাকাও ক্ষতিপূরণ দিতে হবে না কোহলিকে! চূড়ান্ত অভব্যতা করেও ১ কোটি টাকা বাঁচল বিরাটের

আইপিএলের ইতিহাসে অন্যতম বিতর্কিত ম্যাচের সাক্ষী থেকেছিল গত সোমবার। বিতর্কে বিদ্ধ হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস বনাম আরসিবি ম্যাচ। যে ম্যাচে কোহলিকে দেখা গিয়েছিল একের পর এক প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়াতে। শেষমেশ যে দ্বৈরথ দাঁড়ায় বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের।

মাঠেই হাতাহাতি হওয়ার উপক্রম দেখে শিউরে উঠেছিল ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচের পরেই তড়িঘড়ি বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা দেওয়ার বিধান দিয়েছিল বিসিসিআই। নভিন উল হকের ক্ষেত্রে জরিমানার অংক ছিল ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ।

তবে কোহলিকে ব্যক্তিগতভাবে জরিমানার জন্য এক টাকাও নিজের পকেট থেকে দিতে হবে না। পুরো জরিমানা দেবে আরসিবি কর্তৃপক্ষ। ক্রিকবাজ-কে আরসিবি এক আধিকারিক জানিয়ে দিয়েছেন, কোহলির হয়ে ফ্র্যাঞ্চাইজিই সমস্ত জরিমানা বহন করবে। এর পিছনে কারণ-ও ব্যাখ্যা করেছেন তিনি। “দলের জন্য ক্রিকেটাররা মাঠে সর্বস্ব উজাড় করে দেন। সেই বিষয়টিকে আমরা শ্রদ্ধা করি। সেই সংস্কৃতির অংশ হিসাবে ক্রিকেটারদের বেতন থেকে আমরা জরিমানার অঙ্ক কেটে নিই না।” বলে দিয়েছেন সেই কর্তা।

সেই প্রতিবেদনের বক্তব্য অনুযায়ী, কোহলির আরসিবির সঙ্গে ১৫ কোটি বেতন হিসাবে ম্যাচ ফির একশো শতাংশ দাঁড়ায় ১ কোটিতে। সেই জরিমানা পুরোটাই মকুব করে দিল আরসিবি। ফ্র্যাঞ্চাইজি নিজেরাই ক্ষতিপূরণের অংক গুনবে। গম্ভীরের ম্যাচ পিছু ফি কত, তা অবশ্য জানা যায়নি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 rcb will bear virat kohli fine after altercation with gautam gambhir