তাড়াহুড়ো কোরো না! IPL শুরুর আগেই পন্থকে সরাসরি সতর্ক করলেন সৌরভ

ঋষভ পন্থের দুর্ঘটনা নিয়ে সরাসরি মুখ খুললেন সৌরভ

ঋষভ পন্থের দুর্ঘটনা নিয়ে সরাসরি মুখ খুললেন সৌরভ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হয়েছেন তিনি। কাঁধে মহা-দায়িত্ব। আইপিএল শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দিলেন, সময় নিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠুক ঋষভ পন্থ। জাতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যানের উদ্দেশ্যে শুভকামনাও জানান তিনি।

Advertisment

দিল্লি ক্যাপিটালসের প্রকাশ করা প্রেস বিবৃতিতে সৌরভ বলেছেন, "জাতীয় দলও পন্থের অনুপস্থিতি অনুভব করছে। আমি নিশ্চিত। ও তরুণ। কেরিয়ারের অনেকটা সময় রয়েছে। ও একজন স্পেশ্যাল ক্রিকেটার। সময় নিয়ে পুরোপুরি সেরে ওঠার পরেই ওঁর মাঠে নামা উচিত হবে।

গত ডিসেম্বরের ৩০-এ ৫৮ নম্বর জাতীয় সড়কে গাড়ি চালিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন পন্থ। মাথায়, পিঠে, হাঁটুতে, গোড়ালিতে একাধিক জায়গায় চোট লাগে পন্থের। আর হাঁটু এবং গোড়ালিতে চোটের কারণেই আপাতত অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন তিনি।

Advertisment

পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান তারকাকে নেতৃত্ব দেওয়া নিয়ে সৌরভ বলেছেন, "দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ও একজন গ্রেট ক্রিকেটার। সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। প্রচুর রান এবং নেতৃত্ব দেওয়ার বিপুল অভিজ্ঞতা রয়েছে ওঁর।"

দিল্লি কোচ রিকি পন্টিংয়ের বিষয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। বলে দিয়েছেন, "ছেলেদের সঙ্গে ট্রেনিং করা সবসময় দারুণ অভিজ্ঞতা। মরশুম শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নেট অনুশীলন ভালোই চলছে। তবে ম্যাচ মোডে ফিরতে হবে আমাদের। রিকি তো দুর্ধর্ষ। দলের অনুশীলনে প্রচন্ড একাগ্রতা নিয়ে হাজির হয় ও।"

Read the full article in ENGLISH

Sourav Ganguly Rishabh Pant IPL Delhi Capitals