দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হয়েছেন তিনি। কাঁধে মহা-দায়িত্ব। আইপিএল শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দিলেন, সময় নিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠুক ঋষভ পন্থ। জাতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যানের উদ্দেশ্যে শুভকামনাও জানান তিনি।
Advertisment
দিল্লি ক্যাপিটালসের প্রকাশ করা প্রেস বিবৃতিতে সৌরভ বলেছেন, "জাতীয় দলও পন্থের অনুপস্থিতি অনুভব করছে। আমি নিশ্চিত। ও তরুণ। কেরিয়ারের অনেকটা সময় রয়েছে। ও একজন স্পেশ্যাল ক্রিকেটার। সময় নিয়ে পুরোপুরি সেরে ওঠার পরেই ওঁর মাঠে নামা উচিত হবে।
গত ডিসেম্বরের ৩০-এ ৫৮ নম্বর জাতীয় সড়কে গাড়ি চালিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন পন্থ। মাথায়, পিঠে, হাঁটুতে, গোড়ালিতে একাধিক জায়গায় চোট লাগে পন্থের। আর হাঁটু এবং গোড়ালিতে চোটের কারণেই আপাতত অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন তিনি।