/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/sourav-kohli.jpg)
চলতি আইপিএল জোড়া বিতর্কের জন্ম দিয়ে গিয়েছে। গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলির আগুনে সংঘাতের আগে আইপিএল শিরোনামে উঠে এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলির শীতল ইগোর সংঘাত।
দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচে কোহলি ফিল্ডিং করার সময় দিল্লি ডাগ আউটে বসে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে আগুনে চাহনি দিয়েছিলেন। গোটা ম্যাচেই আগ্রাসী মুডে ছিলেন কোহলি।
ম্যাচের পর সৌজন্য করমর্দনের সময় সৌরভ লাইন ভেঙে পন্টিংয়ের আগে এগিয়ে যান আরসিবি তারকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য। ক্রিকেট মহল বলে দিয়েছিল বিরাট কোহলির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এড়াতেই সৌরভের এই কীর্তি। যা নিয়ে তুমূল আলোচনায় উত্তাল হয়েছিল। বহু আলোচিত সেই ম্যাচের পর পরস্পর পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন।
চিন্নাস্বামীর পর এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফের একবার মুখোমুখি ক্যাপিটালস এবং রয়্যালসরা। দিল্লির ডাগ আউটে আরও একবার ক্রিকেট ডিরেক্টর হিসাবে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইভাবে মাঠে নামবেন কোহলি।
শনিবার রাতে আগুনে ম্যাচের আগে কোহলি-সৌরভ ইস্যুতে মুখ খুললেন শ্রীসন্থ। তিনি বলছেন, দিল্লির বিরুদ্ধে শতরান করে সৌরভকে সম্মান দিক কোহলি।
স্টার স্পোর্টস-এর পোস্ট করা এক ভিডিওয় শ্রীসন্থ বলে দিয়েছেন, "আইপিএলের পঞ্চাশতম ম্যাচ সোনার ম্যাচ হতে চলেছে। দারুণ উত্তেজক এক লড়াইয়ের সামনে আমরা। প্ৰথম ঘটনা হল ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেন লড়াই! দিল্লি সবেমাত্র একটা ম্যাচ জিতেছে। আরসিবি নিজেদের সেরা ফর্মের কাছেই। দারুণ রোমাঞ্চকর এক লড়াই হতে চলেছে।"
"দ্বিতীয় বিষয় হল নর্জে। চলতি সিজনের যে দ্রুততম বোলার। ও আরসিবি ব্যাটসম্যানদের ব্যতিব্যস্ত করছে, দেখার অপেক্ষায় রইলাম।"
'@ImVKohli getting a 100 will be a great tribute to Dada', @sreesanth_36 anticipates a great #RivalryWeek clash between @DelhiCapitals & @RCBTweets!
Tune-in to #DCvRCB at #IPLonStar
Today | Pre-show at 7 PM & LIVE action at 7:30 PM | Star Sports Network#BetterTogetherpic.twitter.com/CxzBgDh6vr— Star Sports (@StarSportsIndia) May 6, 2023
"তৃতীয় বিষয় আরও ইন্টারেস্টিং। বিরাট কোহলি সেঞ্চুরি করুক চাইব। এটা দাদাকেও সম্মান জানানো হবে। বিরাট স্রেফ মাঠে গিয়ে খেলা উপভোগ কর।"
প্ৰথম লেগের মত অরুণ জেটলি স্টেডিয়ামেও নতুন কোনও নাটক অপেক্ষা করছে? অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার।