রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাটিং আর চলে না টি২০ ক্রিকেটে। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক দাবি করে বসলেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সাবা করিম
যশস্বী জয়সোয়ালের ধুয়াধার ব্যাটিংয়ের জন্য টুইট করেছিলেন। সেই টুইট-ই নতুন জল্পনা জুগিয়ে গেল। আরসিবির বিরুদ্ধে সূর্যকুমার যাদব বিষ্ফোরক ৮৩ করার পর সিএসকের বিপক্ষেও শতরান করে গিয়েছেন। অন্যদিকে ব্যাট হাতে টর্নেডো তুলে যশস্বী জয়সোয়াল দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড করেছেন আইপিএলে।
এমন অবস্থায় সাবা করিমের বিতর্কিত টুইট, "স্কাই, জয়সোয়ালের ব্যাটিং দেখলেই স্পষ্ট রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যাটিং আর টি২০ ক্রিকেটে চলে না।" সেই টুইটে অনিল কুম্বলে, হর্ষ ভোগলেকেও ট্যাগ করেছেন সাবা।
কোহলি এবং রোহিত গত টি২০ ওয়ার্ল্ড কাপের পর জাতীয় দলের হয়ে আর কুড়ি কুড়ি ম্যাচ খেলতে নামেননি। আইপিএলে অবশ্য দুজনের ফর্ম আলাদা। আরসিবির হয়ে মোটামুটি ধারাবাহিকভাবে ভালো খেলছেন কোহলি। ১৩৩.৭৫ স্ট্রাইক রেটে ৪২০ রান করেছেন। রোহিত একদমই ফর্মে নেই। মুম্বই ক্যাপ্টেন ১২৪.৮৩ স্ট্রাইক রেটে মাত্র ১৯১ রান সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত।
তবে কোহলি রান পেলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মিডল ওভারে কোহলি যেভাবে সিঙ্গলস নিয়ে স্ট্রাইক রোটেট করছেন, তা অনেকেরই না পসন্দ। আর ঠিক এই জায়গাতেই জয়সোয়াল, সূর্যকুমারের মত তারকারা নজর কাড়ছেন। কেকেআরের বিপক্ষে জয়সোয়াল ৪৭ বলে ৯৮ রানের সাইক্লোন তুলেছিলেন ইডেনে। আরসিবির বিপক্ষে সূর্যকুমার মাত্র ৩৫ বলে ৮৩ করেন।
Read the full article in ENGLISH