সপ্তাহ ঘুরতে চলল। তবে কোহলি বনাম গৌতম গম্ভীর বিতর্ক মেটার কোনও ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না। গত সোমবার আরসিবি বনাম লখনৌ ম্যাচে কোহলি বনাম গম্ভীরের মধ্যে যে প্রায় হাতাহাতি হওয়ার মত পরিস্থিতির উদ্ভব ঘটেছিল, তা এখনও ক্রিকেট বিশ্বে আলোচনায়। বোর্ডের তরফে দুই তারকাকেই একশো শতাংশ জরিমানা করা হয়েছে।
তবে বোর্ডের এই সিদ্ধান্তে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই খুশি নন। গাভাসকার, শেওয়াগের মত তারকারা সরাসরি কোহলিকে নির্বাসনে পাঠানোর পক্ষে সুর চড়িয়েছেন। গোটা ক্রিকেট বিশ্ব কার্যত দু-ভাগ হয়ে গিয়েছে। গম্ভীর, কোহলি দুজনেই আপাতত চরম ধিকৃত ক্রিকেট মহলে।
তবে নিজের ভাবমূর্তি বাঁচাতে এবার মাঠে নেমে পড়লেন কোহলি। জয় শাহের বোর্ডের কাছে নিজের পক্ষে সাফাই গাইলেন তিনি। দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে লেখা হয়েছে, কোহলি বোর্ডের আধিকারিকের কাছে ব্যক্তিগত স্তরে অসন্তোষ ব্যক্ত করেছেন। কোহলি নাকি সেই চিঠিতে লিখেছেন নভিন উল হক, কিম্বা গম্ভীরকে তিনি এমন কিছুই বলেননি যাতে তাঁর ম্যাচ ফির একশো শতাংশ কেটে নেওয়া হবে।
ম্যাচ প্রতি কোহলির বেতন প্রায় ১.২৫ কোটি টাকার কাছাকাছি। তবে বোর্ডের শাস্তির পর আরসিবি যদিও সংবাদমাধ্যমে জানিয়েছে, কোহলিকে জরিমানা দিতে হবে না ব্যক্তিগতভাবে। বরং ফ্র্যাঞ্চাইজি পুরো টাকা মিটিয়ে দেবে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, মহম্মদ সিরাজ বাউন্সার দেওয়ার পরে নভিন উল হককে লক্ষ্য করে বোলিং প্রান্ত থেকে বল থ্রো করেন। সিরাজ-নভিন উল হকের লড়াই চলার সময়েই নাক গলান তিনি। কোহলি যদিও চিঠিতে বলেছেন, তিনি সিরাজকে মোটেই নভিনকে লক্ষ্য করে বল ছোড়ার নির্দেশ দেননি। স্রেফ বাউন্সার করতে বলেছিলেন।
ঘটনা হল, নভিন উল হকের সঙ্গেই কোহলি ক্রমাগত উত্যক্ত করে চলেছিলেন বর্ষীয়ান অমিত মিশ্রকেও। যাতে দিল্লির স্পিনার এক পর্যায়ে অসন্তুষ্ট হয়ে আম্পায়ারের কাছে নালিশ-ও জানান। নভিনকে জুতো দেখানো, গালিগালাজ পর্বের পর ম্যাচের শেষে সৌজন্য করমর্দনের সময় তিক্ততা চরমে পৌঁছয়। নভিনের সঙ্গে মাঠেই একপ্রস্থ লেগে যায় কোহলির।
সংবাদসংস্থা সূত্রে বলা হচ্ছে, কাইল মায়ের্স কোহলিকে ম্যাচের পরে সরাসরি জিজ্ঞাসা করেন নভিন উল হকের সঙ্গে তাঁর কী সমস্যা। কেন তিনি আফগান তারকাকে গালাগালি করছিলেন! এরপরেই কোহলির জবাব নাকি চটিয়ে দেয় লখনৌ মেন্টর গৌতম গম্ভীরকে। অন্তত, দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। কোহলি নাকি নভিন উল হককে উদ্দেশ্য করে মায়ের্সকে বলেন “ব্লা* ফা**। ওঁকে ঠিকভাবে বিদায় জানাতে চাইছিলাম।”
এরপরেই আসরে নামেন গম্ভীর। নিজের দলের বিদেশির নামে গালিগালাজ শুনে নিজেকে আর স্থির রাখতে পারেননি গোতি। সরাসরি চার্জ করেন কোহলিকে।