সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে শিরোনামে উঠে এসেছে আইপিএল। সোমবারের সেই ঘটনার পর প্রায় চারদিন অতিক্রান্ত। তবে সেই ঘটনা নিয়ে আলোচনা থামছেই না। অতীতে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি, হরভজনের স্ল্যাপ গেট কান্ড, শাহরুখের ওয়াংখেড়েতে তেড়ে যাওয়া, এমনকি অশ্বিনের মানকাড বিতর্ক তুলকালাম ফেলেছিল। তবে অশ্বিনের মানকাড বিতর্ক বাদ দিলে কোনও ঘটনার-ই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার এরকম সদম্ভ উপস্থিতি ছিল না।
এবারের ঘটনার ফলাফল তাই আরও সুদূরপ্রসারী। তড়িঘড়ি গম্ভীর, কোহলিকে ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা করতে হয়েছে বোর্ডকে। নভিন উল হককে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ দিতে হচ্ছে। ঘটনা হল, গম্ভীর মাঠে নেমে এরকম উত্তেজিত হয়ে পড়লেন কেন। তিনি খেলা ছেড়ে দিয়েছেন বহুদিন। মাঠের মধ্যে ক্রিকেটীয় জলজ্যান্ত উত্তেজনা বয়স বাড়লে অনেকটাই থিতিয়ে যায়। তবে গম্ভীরকে দেখে বোঝাই যায়নি তিনি আপাতত প্রাক্তন। মেন্টর হিসাবে আইপিএলে যুক্ত রয়েছেন।
আরও পড়ুন: ‘তুই আমার জুতোর ধুলোর যোগ্য-ও নোস’, কোহলির অসভ্যতা মাত্রা ছাড়িয়েছিল মাঠেই
কী এমন ঘটল যাতে তিনি এত উত্তেজিত হয়ে পড়লেন? বলা হচ্ছে, ম্যাচ চলাকালীন বারবার উত্তেজনার সঞ্চার করছিলেন কোহলি। লখনৌয়ের টেল এন্ডারদের খুল্লামখুল্লা স্লেজিং করছিলেন তেতে যাওয়া গম্ভীর। অমিত মিশ্রকেও রেহাই দেননি তিনি। বর্ষীয়ান স্পিনার যা নিয়ে আম্পায়ারকে নালিশ করতেও বাধ্য হন।
অমিত মিশ্র বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও নভিন উল হক মোটেও বিষয়টি ভালোভাবে নেননি। তিনি পাল্টা দেন। এরপরে ম্যাচের শেষে সৌজন্য করমর্দনের সময় তো সেই বহু চর্চিত ঝামেলা যেখানে কোহলির সঙ্গে প্রথমে নভিন উল হক তারপর গম্ভীরের লেগে গেল।
সংবাদসংস্থা সূত্রে বলা হচ্ছে, কাইল মায়ের্স কোহলিকে ম্যাচের পরে সরাসরি জিজ্ঞাসা করেন নভিন উল হকের সঙ্গে তাঁর কী সমস্যা। কেন তিনি আফগান তারকাকে গালাগালি করছিলেন! এরপরেই কোহলির জবাব নাকি চটিয়ে দেয় লখনৌ মেন্টর গৌতম গম্ভীরকে। অন্তত, দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। কোহলি নাকি নভিন উল হককে উদ্দেশ্য করে মায়ের্সকে বলেন "ব্লা* ফা**। ওঁকে ঠিকভাবে বিদায় জানাতে চাইছিলাম।"
এরপরে গম্ভীরের সঙ্গে কোহলির কথোপকথন কী হয়েছিল তা সংবাদসংস্থার সূত্রে সকলেই জ্ঞাত। সংবাদসংস্থাকে ঝামেলার সময় উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ:
গম্ভীর জিজ্ঞাসা করেন, ‘কী বলছিস বল।’
কোহলির সটান জবাব, আমি তো আপনাকে কিছু বলিইনি। আপনি কেন নাক গলাচ্ছেন? পাল্টা গম্ভীর বলেন, ‘তুই যদি আমার ক্রিকেটারদের কিছু বলিস, সেটা আমার পরিবারকে গালি দেওয়ার সমান।’
বিরাটও জবাব দেন, ‘তাহলে নিজের পরিবারকে সামলে রাখুন।’
গম্ভীর ক্রুদ্ধ হয়ে বলে দেন, ‘তুই তাহলে আমাকে এখন শেখাবি?”