Advertisment

হার্দিক কি 'মিথ্যাবাদী'! দলের ক্যাপ্টেনকে প্রকাশ্যে ভুল প্রমাণের চেষ্টা বাংলার ঋদ্ধির, ব্যাপক চাঞ্চল্য

হার্দিক পান্ডিয়ার বক্তব্য সরাসরি খন্ডন করলেন ঋদ্ধিমান সাহা, গুজরাট শিবিরে ব্যাপক হৈচৈ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিজের দল গুজরাট টাইটান্স-এর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে কার্যত 'মিথ্যাবাদী' বলে প্রমাণ করতে চাইলেন ঋদ্ধিমান সাহা। প্রসঙ্গ কেকেআর বনাম গুজরাট টাইটান্স-এর সেই অলৌকিক ম্যাচ। যে ম্যাচ রিঙ্কু সিংকে রাতারাতি তারকা থেকে ভবিষ্যতের সুপারস্টারের তকমা দিয়ে দেয়। রিঙ্কুর হাতে টানা পাঁচ ছক্কা খাওয়া ইয়াশ দয়ালের অসুস্থতা নিয়ে মন খারাপ করা বার্তা দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

Advertisment

কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচের পর আর মাঠে নামতে দেখা যায়নি ইয়াশকে। সেই প্রসঙ্গেই হার্দিক বলে দিয়েছিলেন, "কেকেআর ম্যাচের পরেই ও অসুস্থ হয়ে পড়েছিল। ৭-৮ কেজি ওজন কমে গিয়েছে ইয়াশের। সেই সময় শিবিরে একটা সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছিল। তারপর যে ধরণের চাপ ওঁকে সহ্য করতে হল, মাঠে নামার মত পরিস্থিতিতেই নেই ও। কারোর ক্ষতি, কারোর লাভ বয়ে আনে। ওঁকে মাঠে ফের বল হাতে দেখতে পাওয়ার আগে কিছুটা সময় প্রয়োজন।"

তবে হার্দিক পান্ডিয়ার এই দাবি কার্যত নস্যাৎ করলেন স্বয়ং গুজরাটেরই উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। হার্দিকের মন্তব্যকে উড়িয়ে ঋদ্ধিমান বলে দিলেন, "ওঁর অসুস্থতার সঙ্গে পাঁচ ছক্কা হজম করার কোনও সম্পর্ক নেই। কোনওভাবেই তা খেলা-সংক্রান্ত নয়। হিট ফিভারে আক্রান্ত ও। ইয়াশ মোটেই সুস্থ নেই। এমন পরিস্থিতির সামনে যে কেউ পড়তে পারে। সেদিন ও ঠিকঠাক জায়গায় ইয়র্কার রাখতে পারেনি। আমরা সকলেই ওঁকে মানসিকভাবে চাঙ্গা করার কাজ করে গিয়েছি। ও এখন অনেকটাই ভালো রয়েছে। ওঁর অসুস্থতার সঙ্গে সেই কেকেআর ম্যাচের কোনও সম্পর্ক নেই।"

ইডেনে সেই ম্যাচের বদলা নিতেই ঋদ্ধিমানরা এবার নামছেন ইডেনে। যা আবার বঙ্গ তারকার হোম গ্রাউন্ড। ঋদ্ধি সেই ম্যাচের পুনরাবৃত্তি হওয়ার সম্ভবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন। বলে দিচ্ছেন, "এরকম ঘটনা (শেষ ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকানো) হাজারে, লাখে একবার হয়। আসলে দিনটাই রিঙ্কুর ছিল। ইয়াশের নয়।"

Hardik Pandya IPL Wriddhiman Saha Gujarat Titans
Advertisment