scorecardresearch

কোহলি-গম্ভীরের সংঘাতে ব্যাপক মজা নিলেন যুবরাজ! মুখ খুলে ‘ছোট করলেন’ দুজনকেই

ক্রিকেট বিশ্বকে কার্যত দু-ভাগে ভাগ করে দিয়েছে কোহলি বনাম গম্ভীর সংঘাত

কোহলি-গম্ভীরের সংঘাতে ব্যাপক মজা নিলেন যুবরাজ! মুখ খুলে ‘ছোট করলেন’ দুজনকেই

৭২ ঘন্টা কেটে গিয়েছে। তবে কোহলি বনাম গম্ভীর সংঘাত নিয়ে আলোচনা থামার কোনও লক্ষণই নেই। সোমবার হুলুস্থূল বেঁধে গিয়েছিল লখনৌয়ের একানা স্টেডিয়ামে। প্ৰথম কোহলি বনাম নভিন উল হক। সেই সংঘাত শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় কোহলি বনাম গম্ভীর লড়াইয়ে। হাতাহাতি হওয়ার পরিস্থিতির উপক্রম হয়েছিল।

সেই ঘটনার জেরে ক্রিকেট বিশ্ব কার্যত দু-ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ গম্ভীরের পক্ষে, কেউ আবার কোহলির পক্ষ নিয়ে সুর চড়িয়েছেন। এর মধ্যে শেওয়াগ, সুনীল গাভাসকারের মত তারকারা মুখ খুলে কোহলিদের নির্বাসনে পাঠানোর পক্ষে সওয়াল করেন। রবি শাস্ত্রী আবার দুই তারকাকে পাশাপাশি বসিয়ে নিজে সমস্যার সমাধান মেটানোর প্রস্তাব দিয়েছেন।

তবে সিরিয়াস এমন বিষয় নিয়েই এবার মজা ওড়ালেন যুবরাজ সিং। বিষ্ফোরকভাবে টুইটারে তিনি লিখে দিলেন, “আমার মনে হয় নিজেদের ‘ঠান্ড কে রাখ’ ক্যাম্পেইনিংয়ের জন্য গৌতি, চিকুকে সই করানো উচিত Sprite-এর।” এরপরেই যুবির ব্লকবাস্টার টুইট সোশ্যাল মিডিয়ায় হিট।

যুবরাজ মজার ছলে গোটা বিষয়টি উড়িয়ে দিলেও বোর্ড তড়িঘড়ি কোহলি এবং গৌতম গম্ভীরের ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা করেছে। নভিন উল হককে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হবে। যদিও আরসিবির তরফে বলা হয়েছে, কোহলি লের জরিমানার অঙ্ক ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেবে।

ক্রিকবাজ-কে আরসিবির এক আধিকারিক জানিয়ে দিয়েছেন, কোহলির হয়ে ফ্র্যাঞ্চাইজিই সমস্ত জরিমানা বহন করবে। এর পিছনে কারণ-ও ব্যাখ্যা করেছেন তিনি। “দলের জন্য ক্রিকেটাররা মাঠে সর্বস্ব উজাড় করে দেন। সেই বিষয়টিকে আমরা শ্রদ্ধা করি। সেই সংস্কৃতির অংশ হিসাবে ক্রিকেটারদের বেতন থেকে আমরা জরিমানার অঙ্ক কেটে নিই না।” বলে দিয়েছেন সেই কর্তা।

সেই প্রতিবেদনের বক্তব্য অনুযায়ী, আইপিএলে ম্যাচ পিছু কোহলির বেতন প্রায় ১ কোটি টাকা। সেই হিসাবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ ফ্র্যাঞ্চাইজিই বহন করবে। গম্ভীরের ক্ষতিপূরণের অঙ্ক কত, তা অবশ্য জানা যায়নি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 yuvraj singh post cheeky remark on virat kohli vs gautam gambhir