Advertisment

AB de Villiers: কামিন্সকে ক্যাপ্টেন করে স্বদেশীয়কে অপমান! IPL ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে গরম এবার এবিডি

Cummins-Markram captaincy swap in SRH: অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সকে মোটা অঙ্কের অর্থে কিনেছে সানরাইজার্স। এজন্য খরচ হয়েছে ২০.৫ কোটি টাকা। এটাই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করানোর দ্বিতীয় সর্বোচ্চ অঙ্ক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pat Cummins, AB de Villiers, Sunrisers Hyderabad, IPL

ABD: এবিডির নিশানায় হায়দরাবাদের কিউই কোচ (টুইটার)

: সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) অধিনায়কের পদ থেকে দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করামের অপসারণে হতাশ এই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তনী তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডেভিলিয়ার্স। তবে, মার্করামকে সরিয়ে প্যাট কামিন্সকে এসআরএইচ অধিনায়ক করার কারণটা তিনি বুঝতে পেরেছেন বলেই ডেভিলিয়ার্স জানিয়েছেন। গোটা পর্বের সঙ্গে এসআরএইচের কিউয়ি কোচ ড্যানিয়েল ভেট্টরির একটা যোগসূত্র আছে বলেই ধারণা দক্ষিণ আফ্রিকান তারকার।

Advertisment

প্রাক্তন প্রোটিয়া তারকা এই রদবদলের জন্য যাঁর দিকে নিশানা করেছেন, সেই ড্যানিয়েল ভেট্টোরিকে গত আগস্টে কোচ করেছে সানরাইজার্স। আর, তারই কয়েক মাস পরে ২০২৪-এর নিলামে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সকে মোটা অঙ্কের অর্থে কিনেছে সানরাইজার্স। এজন্য খরচ হয়েছে ২০.৫ কোটি টাকা। এটাই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করানোর দ্বিতীয় সর্বোচ্চ অঙ্ক।

আর, তারপরই মার্করামকে সরিয়ে কামিন্সকে অধিনায়ক করেছে এসআরএইচ। তাই বলে মার্করামের সঙ্গে হায়দরাবাদ দলের সম্পর্ক শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকায় এই দলের সহযোগী ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে খেলে। সেই সানরাইজার্স ইস্টার্ন কেপের অধিনায়ক করে দেওয়া হয়েছে মার্করামকে। সেখানে দেখা গিয়েছে, মার্করাম সফল। তাঁর দল দক্ষিণ আফ্রিকা টি২০ শিরোপাও জিতেছে। কিন্তু, হায়দরাবাদে মার্করাম কিছুই করে দেখাতে পারেননি। তাঁর নেতৃত্বে হায়দরাবাদ ২০২৩ আইপিএলে তালিকার তলানিতে দৌড় শেষ করেছে।

ডিভিলিয়ার্স জানিয়েছেন, তিনি মার্করামকে বরখাস্ত করায় বিরক্ত ও ক্ষুব্ধ হলেও কামিন্সকে নিয়োগের কারণটাও বুঝেছেন। অধিনায়ক কামিন্স গত বছর অস্ট্রেলিয়াকে দুটি শিরোপা পাইয়ে দিয়েছেন। কিন্তু, তাই বলে মার্করামের অপসারণটা মেনে নিতে পারছেন না ডেভিলিয়ার্স। তিনি বলেছেন, 'মার্করামের সরে যাওয়াটা অনেকের মত আমার কাছেও একটা অবাক করা ঘটনা বলে মনে হয়েছে। মার্করাম তো এর পরপরই দক্ষিণ আফ্রিকায় টি২০ জিতিয়ে দিল। আমার মনে হয় মার্করাম একজন দুর্দান্ত অধিনায়ক। ওকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। ওর অপসারণ আমার এবং দক্ষিণ আফ্রিকার সমস্ত ভক্তদের কাছে হতাশাজনক ঘটনা।'

আরও পড়ুন- IPL-এর পরেই অবসর নাইটদের নেতৃত্ব দেওয়া এই সুপারস্টারের! ব্যাট-প্যাড খুলছেন টিম ইন্ডিয়ার তারকা

ডেভিলিয়ার্সের অভিযোগ, ড্যানিয়েল ভেট্টোরি যেহুতু অস্ট্রেলিয়ান কোচিং দলের অংশ, সেই কারণেই মার্করামের অপসারণটা এভাবে হল। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ান কোচিং দলের ড্যানিয়েল ভেট্টোরির এখানে জড়িয়ে থাকাটা আমাকে অবাক করেছে।'

cricket Sunrisers Hyderabad AB de Villiers IPL Cricket News
Advertisment