Advertisment

IPL 2024: মুম্বই ছেড়ে চেন্নাই যাচ্ছেন রোহিত! হার্দিকের সঙ্গে নেতৃত্ব বিতর্কে বোমা ফাটালেন ধোনির দলের সুপারস্টার

IPL 2024 Mumbai Indians: রোহিত আপাতত সম্মান খুঁইয়ে হার্দিকের নেতৃত্বে খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা জোরালো। রোহিতের উদ্দেশ্যে এবার বার্তা পাঠালেন স্বয়ং আম্বাতি রায়ুডু। নিউজ-২৪’এ তারকা ব্যাটার বলেছেন, রোহিত এখনও আইপিএলে ৫-৬ বছর খেলতে পারবেন। মুম্বইয়ের হয় সমস্ত অর্জনই সমাপ্ত। তাই সিএসকের জার্সিতে যদি যোগ দেন, তা চিত্তাকর্ষক বিষয় হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, MS Dhoni, CSK, IPL, Mumbai Indians

IPL 2024: রোহিতকে সিএসকেতে চাইছেন রায়ডু (টুইটার)

জলঘোলা অনেক হয়েছে। তবে জল এখনও থিতিয়ে যায়নি। রোহিত শর্মাকে আচমকা নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় ঝড় উঠে গিয়েছিল ক্রিকেট দুনিয়ায়। হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হিসাবে ফিরিয়ে নেওয়ায় বিতর্ক তুঙ্গে উঠেছিল।

Advertisment

রোহিত আপাতত সম্মান খুঁইয়ে হার্দিকের নেতৃত্বে খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা জোরালো। রোহিতের উদ্দেশ্যে এবার বার্তা পাঠালেন স্বয়ং আম্বাতি রায়ুডু। নিউজ-২৪'এ তারকা ব্যাটার বলেছেন, রোহিত এখনও আইপিএলে ৫-৬ বছর খেলতে পারবেন। মুম্বইয়ের হয় সমস্ত অর্জনই সমাপ্ত। তাই সিএসকের জার্সিতে যদি যোগ দেন, তা চিত্তাকর্ষক বিষয় হবে।

ধোনি আইপিএল কেরিয়ারের শেষ প্রান্তে। ধোনি অবসরের পর কী রোহিতকে নেতা হিসেবে দেখা যেতে পারে। রায়ডু জানিয়েছেন, "ওকে সিএসকের হয়ে খেলতে দেখতে চাই। ওঁকে যদি ক্যাপ্টেন হতেই হয়, বিশ্বের যে কোনও প্রান্তে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ওঁর। তবে এটা পুরোটাই রোহিতের সিদ্ধান্ত। মুম্বইয়ের হয়ে ও সমস্ত কিছু অর্জন করে ফেলেছে। তাই ও সিএসকেতে যেতেই পারে।"

রোহিতকে নেতৃত্ব ছাড়া নিয়ে বিতর্ক কম হয়নি। রোহিত নিজে মুখ না খুললেও মুম্বইয়ের বাকি তিন স্তম্ভ ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা প্রকাশ্যেই অসন্তোষ ব্যক্ত করেছেন। এমনকি রোহিতের স্ত্রী রীতিকা বাউচারের বিবৃতির তলায় 'কত কিছু ভুল বোঝানো হচ্ছে' কমেন্ট ঝড় তুলে দিয়েছিল। মুম্বই কোচ মার্ক বাউচার যেখানে স্পষ্ট বলেছেন, নেতৃত্বের বোঝা রোহিতের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তাই ওঁকে স্রেফ ব্যাটার হিসাবে ফ্রিলি খেলানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাইহোক, রোহিতের নেতৃত্ব বিতর্কে রায়ডুর মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালল।

IPL Hardik Pandya CSK Chennai Super Kings Mumbai Indians
Advertisment