Advertisment

IPL ছাড়লেন তিন আন্তর্জাতিক ক্রিকেটার! কোটি-কোটি টাকার মোহ ত্যাগ করলেন সহজেই

কী কারণে তারকা ক্রিকেটাররা আইপিএল ছাড়লেন, জেনে নিন

author-image
IE Bangla Sports Desk
New Update
ipl-auction

দুবাইয়ে হয়ে গেল ধুন্ধুমার আইপিএলের নিলাম (টুইটার)

নিলামে নাম লিখিয়েছিলেন। আবার প্রত্যাহার-ও করে নিয়েছেন। এবার নিলামে মাত্র তিন জন বাংলাদেশি ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গেই দল খোঁজার লড়াইয়ে ছিলেন শরিফুল ইসলাম। নিলামে তিন বাংলাদেশের পেসারের মধ্যে দল পেয়েছেন মাত্র একজন। মুস্তাফিজুর রহমানকে বেস প্রাইস ২ কোটিতে কিনেছে চেন্নাই সুপার কিংস।

Advertisment

বাকিরা কেন ব্রাত্য হলেন? এমন কারণ অনুসন্ধান করতে গিয়েই খোঁজ মিলল, নিলামের আগেই নাকি নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। গত সিজনে বাংলাদেশ থেকে তিন তারকা আইপিএলে দল পেয়েছিলেন। দিল্লিতে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। কেকেআর কিনেছিল লিটন দাস এবং সাকিব আল হাসানকে। তবে নিলামের আগে দিল্লি এবং কলকাতা তিন বাংলাদেশিকেই রিলিজ করে দেয়। এরপরে সাকিব, লিটন আইপিএল নিলামে নাম নথিভুক্তই করেননি।

কিন্তু কেন তাসকিন এবং শরিফুল আইপিএলে নাম নথিভুক্ত করেও প্রত্যাহার করলেন? জানা যাচ্ছে, বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সঙ্গে সংঘাত ঘটছে আইপিএলের। মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সূচির কথা বিবেচনা করেই দুই বাংলাদেশি সিমার নাম তুলে নিয়েছেন।

বাংলাদেশের দুই তারকার সঙ্গেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইংল্যান্ডের তরুণ লেগস্পিনার রেহান আহমেদ। নিলামে ৫০ লক্ষ টাকার বেস প্রাইস ছিল তাঁর। আইপিএলের সময়েই ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচির সংঘাত ঘটছে। আইপিএলের সময়ে ইংল্যান্ড ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলবে। যে সিরিজকে আবার টি২০ বিশ্বকাপের আগে ফিনিশিং টাচ ধরা হচ্ছে। সেই সিরিজে ব্যস্ত থাকার জন্যই রেহান আহমেদ নিজের নাম তুলে নিয়েছেন।

এই সূচির কারণেই ইংল্যান্ডের ফর্মে থাকা ওপেনার ফিল সল্ট তুখোড় ফর্মে থাকা স্বত্ত্বেও নিলামে দল পাননি। ফ্র্যাঞ্চাইজিরা এবারের নিলামে সেই সমস্ত ক্রিকেটারের ওপরেই ফোকাস করেছে, যাঁদের গোটা সিজন ধরে পাওয়া যাবে। এই সমীকরণের জন্যই আইপিএলে অবিক্রিত রয়ে গিয়েছেন জস হ্যাজেলউড। কামিন্স-স্টার্করা যেখানে আইপিএল ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন, সেখানে জস হ্যাজেলউডের অবিক্রিত থাকার ঘটনা অনেককেই অবাক করেছিল। আসলে অজি স্পিডস্টারের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর কাছে থাকার জন্যই অর্ধেক আইপিএল মিস করতে হত তাঁকে। মে মাসেই একমাত্র তিনি আইপিএলে যোগ দিতে পারবেন। সেই কারণে হ্যাজেলউডকে কোনও ফ্র্যাঞ্চাইজি নিতে চায়নি।

শ্রীলঙ্কাও আইপিএলের সময় আন্তর্জাতিক ম্যাচ খেলবে। তবে দুষ্মন্ত চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সেই দেশের বোর্ড টেস্ট স্কোয়াডে রাখেনি দুইজনকে। তাই গোটা আইপিএল সিজন জুড়েই পাওয়া যাবে দুই লঙ্কান তারকাকে।

Bangladesh IPL Bangladesh Cricket Bangladeshi actress ipl auction
Advertisment