Advertisment

ধোনির ধাক্কা খাওয়া সেই টাইগার-ই এবার CSK-তে! কোনওরকমে IPL-এ মুখরক্ষা বাংলাদেশের

ধোনির ধাক্কা খাওয়া তারকাকে নিল সিএসকে

author-image
IE Bangla Sports Desk
New Update
dhoni-mustafizur

মুস্তাফিজুর এবং ধোনি (টুইটার)

বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশিদের উচ্ছ্বাস। এবং তারপরেই বাংলাদেশ বয়কটের দাবি উঠেছিল সর্বস্তরে। নিলাম কিন্তু পুরোপুরি বাংলাদেশি-মুক্ত হল না। নিলামে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের ভাগ্য নির্ধারণ ছিল। সাকিব এবং লিটন দাসকে আগেই রিলিজ করে দিয়েছিল কেকেআর।

Advertisment

তারপর নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন দুই তারকা বাংলাদেশি। কোনও বাংলাদেশি তারকাকে কোনও ফ্র্যাঞ্চাইজি রিটেন না করলেও নিলামে দল পাওয়ার জন্য ছিলেন তিন বাংলাদেশের ক্রিকেটার।

শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ অবিক্রিত রইলেও বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে একমাত্র বাংলাদেশি তারকা হিসাবে তাঁকেই কেবল খেলতে দেখা যাবে। তাঁর বেস প্রাইস ২ কোটিতে তাঁকে কিনল চেন্নাই সুপার কিংস।

কাটার মাস্টার মুস্তাফিজুরই প্ৰথম বাংলাদেশের ক্রিকেটার যিনি সিএসকের হয়ে আইপিএলে প্ৰথমবার খেলবেন। মুম্বই ইন্ডিয়ান্সের পর মুস্তাফিজুরকে খেলতে দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালস-এর জার্সিতে। তবে গত সিজনের পরেই তাঁকে রিলিজ করে দেয় ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেতাব-ও জিতেছেন তিনি।

তাঁকে নিলামের এক্সিলারেটেড রাউন্ডে কেনে সিএসকে। তারপরেই মাইক হেসন বলেছেন, "একদম সঠিক বাছাই আমাদের জন্য। অবশ্যই ও সমস্ত ম্যাচ খেলবে না। তবে ওঁর উপযুক্ত উইকেট পেলেই ওঁকে খেলানো হবে। ওঁর কাটার, স্লোয়ার আমাদের জন্য দারুণ উপযোগী হতে চলেছে।"

ঘটনাচক্রে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলবেন ফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে এক বিতর্কিত ঘটনার সাক্ষী থেকেছিলেন দুজনে। ভারত বনাম বাংলাদেশের এক ম্যাচে বারবার ব্যাটারদের রান নেওয়ার জায়গায় এসে দাঁড়াচ্ছিলেন মুস্তাফিজুর। আম্পায়ার তাঁকে বেশ কয়েকবার সতর্ক করলেও তিনি কানে শোনেননি। শেষে বলপ্রয়োগের পথে হাঁটেন ক্যাপ্টেন ধোনি। ধোনি রান নেওয়ার সময় নন স্ট্রাইকিং এন্ডে বাধা পেয়েই মুস্তাফিজুরকে কার্যত ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেন ক্রিজ থেকে।

শীর্ণকায় বাংলাদেশ তারকা অনেক জোরে চোট পেতে পারতেন। তবে কোনওরকমে চোট এড়ান তিনি।

IPL Bangladesh Mahendra Sing Dhoni CSK Bangladesh Cricket MS DHONI ipl auction Chennai Super Kings Bangladesh Cricket Team
Advertisment