আইপিএল টিম হায়দরাবাদ সানরাইজার্সের (এসআরএইচ) বিরুদ্ধে বিরাট অভিযোগ জানালেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর অভিযোগ, এসআরএইচ তাঁকে ইনস্টাগ্রাম এবং এক্স (পূর্বতন টুইটার)-এ ব্লক করে দিয়েছে। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সানরাইজার্সে খেলেছেন ওয়ার্নার। ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে অজি ওপেনারের। শুধু তাই নয়, ওয়ার্নারের নেতৃত্বেই ২০১৬-য় প্রথম এবং শেষবারের মত আইপিএল জিতেছিল হায়দরাবাদের দল।
Advertisment
ওয়ার্নার এমন একটা সময়ে তাঁর পুরোনো দলের বিরুদ্ধে এই অভিযোগ জানালেন, যখন দুবাইয়ে আইপিএলের নিলাম চলছে। আর, সেই নিলামে অংশ নিয়েছে এসআরএইচ। শুধু তাই নয়, এবছরের একদিনের ক্রিকেটে বিশ্বকাপজয়ী দলের হিরো ট্রাভিস হেডকেও ৬.৮০ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স। হেডের পাশাপাশি, অস্ট্রেলিয়ার অধিনায়ক, ফাস্ট বোলার প্যাট কামিন্সকেও ২০.৫ কোটি টাকায় এসআরএইচ কিনেছে। পালটা, মিচেল স্টার্ককে পেতে তহবিল উজাড় করে দিয়েছে কেকেআর। তারা ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে স্টার্ককে।
সেসব দেখেই নিজের মন্দ অভিজ্ঞতাটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হেড, কামিন্সকে সাবধান করলেন ওয়ার্নার। তিনি মোট সাত বছর খেলেছেন সানরাইজার্সে। অবশ্য বল বিকৃতি কেলেঙ্কারির অভিযোগে একবছর ক্রিকেট দুনিয়ায় নিষিদ্ধ ছিলেন। সেই সময় কেন উইলিয়ামসন সাইরাইজার্স দলের অধিনায়ক হন। ২০২০ সালে ওয়ার্নার ফের হায়দরাবাদের নেতৃত্বে ফেরেন। ২০২১-এও তিনিই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু, মাঝপথে তাঁকে বরখাস্ত করে ফ্র্যাঞ্চাইজি। দল থেকেই বাদ দেয়।
যেবছর সানরাইজার্স আইপিএল জিতেছিল। সেবছর ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু। নেতৃত্বে ছিলেন ওয়ার্নার। তিনিই এখনও পর্যন্ত সানরাইজার্সের সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ৯৫ ম্যাচে দুটি সেঞ্চুরি-সহ করেছেন ৪০১৪ রান। গড় ৪৯.৫৫। ২০২২-এর মুখে ওয়ার্নারকে রিলিজ করে দেয় সানরাইজার্স। কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। ২০২৩-এ ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লির অধিনায়কত্ব করেন ওয়ার্নার।