Advertisment

নাইটদের জার্সিতে নিলামের টেবিলে বসেই হিট গম্ভীর! টিম ইন্ডিয়া তারকা থেকে বিশ্বজয়ী অজি KKR-এ

২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনল কেকেআর।

author-image
IE Bangla Sports Desk
New Update
gambhir-kkr

কেকেআরের নিলামের টেবিলে এবার বসলেন গম্ভীর (টুইটার)

দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গত দুটো আইপিএলে খুব কঠিন সময় কাটিয়েছে। তার প্রভাব পড়ল মঙ্গলবার দুবাইয়ের নিলামে। কলকাতার ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২ খেলোয়াড়কে মুক্তি দিয়ে। একইসঙ্গে নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে কিনে নিল একদিনের ক্রিকেটে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। এজন্য কেকেআরকে গুনতে হল ২৪,৭৫,০০,০০০ টাকা।

Advertisment

শুভমান গিলের মত ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে দল। সেই শুভমান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এবার গুজরাট টাইটানসের অধিনায়ক। এই পরিস্থিতিতে কেকেআর মেন্টর হিসেবে তাদের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের ওপর বিশেষ ভরসা করছে। তাদের ব্যাটিং স্কোয়াড শক্তিশালী। একথা মাথায় রেখে মঙ্গলবারের নিলামে বোলিং স্কোয়াডকে শক্তিশালী করার ওপর জোর দিল নাইটরা। আর, সেই কারণেই তুলে নিলে মিচেল স্টার্ককে। পাশাপাশি নিয়েছে মুজিব রহমান, গাস আটকিনসন, চেতন সাকারিয়া, সাকিব হোসেনদের মত বোলারদের।

IPL 2024-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স যে খেলোয়াড়দের বেছে নিয়েছে তা হল:

মিচেল স্টার্ক | বিদেশি বোলার | ২৪,৭৫,০০,০০০

মুজিব রহমান | বিদেশি বোলার | ২,০০,০০,০০০

শেরফেন রাদারফোর্ড | বিদেশি ব্যাটসম্যান | ১,৫০,০০,০০০

গাস অ্যাটকিনসন | বিদেশি বোলার | ১,০০,০০,০০০

মনীশ পান্ডে | ভারতীয় ব্যাটসম্যান | ৫০,০০,০০০

চেতন সাকারিয়া | ভারতীয় বোলার | ৫০,০০,০০০

কেএস ভারত | ভারতীয় উইকেটরক্ষক | ৫০,০০,০০০

রমনদীপ সিং | ভারতীয় অলরাউন্ডার | ২০,০০,০০০

অঙ্গকৃষ্ণ রঘুবংশী | ভারতীয় ব্যাটসম্যান | ২০,০০,০০০

সাকিব হোসেন | ভারতীয় বোলার | ২০,০০,০০০

ট্রেডস

কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালের আইপিএলের জন্য কোনও খেলোয়াড়কে নিয়ে সওদা করেনি।

ধরে রাখা খেলোয়াড়

ভারতীয় খেলোয়াড়:

অনুকুল রায়, হর্ষিত রানা, নীতীশ রানা, রিংকু সিং, শ্রেয়স আইয়ার, সুয়শ শর্মা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার

বিদেশি খেলোয়াড়:

আন্দ্রে রাসেল, জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন

রিলিজ করা ক্রিকেটার

ভারতীয় খেলোয়াড়:

আর্য দেশাই, মনদীপ সিং, এন. জগদীশন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব

বিদেশি খেলোয়াড়:

ডেভিড , জনসন চার্লস, লিটন দাস, লকি ফার্গুসন, সাকিব আল হাসান, টিম সাউদি

IPL KKR ipl auction
Advertisment