Advertisment

৮০ লাখ থেকে কমে রিঙ্কুর বেতন এখন ৫৫ লাখ! KKR-এ কি অবিচারের শিকার সুপারস্টার

উমেশ যাদব, ইয়াশ দয়ালদের আইপিএল বেতন ৫ কোটির বেশি, রিঙ্কু কিন্তু কোটির গন্ডি টপকাতে পারেননি

author-image
IE Bangla Sports Desk
New Update
kkr

কেকেআরে দুর্ধর্ষ রিঙ্কু (ছবি: টুইটার)

নিলাম চলাকালীন-ই টুইট করেছিলেন মিচেল ম্যাকক্লেনাঘান। কিউই তারকা নিউজিল্যান্ডে বসেই নিলামের আপডেট পেয়ে টুইট করেন, নিলামের চাল চরিত্র বোঝা বেজায় দুষ্কর। বলবেন না-ই বা কেন! কেরিয়ারের উপান্তে পৌঁছে যাওয়া মিচেল স্টার্ক কিংবা প্যাট কামিন্স যে ২০ কোটির গন্ডি ছাপিয়ে রেকর্ড করে যাবেন কেউ ভেবেছিল! কিংবা অখ্যাত রবিন মিঞ্জ, কুমার কুশাগ্র, সমীর রিজভিরা কোটি কোটি টাকা পেয়ে যাবেন রাতারাতি।

Advertisment

বুড়ো হয়ে যাওয়া উমেশ যাদব-ও দাম পেলেন ৫.৮০ কোটি। এমনকি কেকেআরের রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা হজম করে বসা ইয়াশ দয়াল-ও নিলাম থেকে ৫ কোটি দর পেয়ে চলে গিয়েছেন আরসিবিতে।

কিন্তু কিছুটা কি অন্যায়ের শিকার হলেন না রিঙ্কু সিং! অখ্যাত, অনামি কিংবা ফুরিয়ে যাওয়া তারকারা যেখানে টাকার স্রোতে ভেসেছেন মঙ্গলবার দুবাইয়ের কোকাকোলা এরেনায়, সেখানে বিশ্বক্রিকেটের যাঁকে এই মুহূর্তে টি২০-র সবথেকে উত্তেজক প্রতিভা ভাবা হচ্ছে, তাঁর আইপিএল বেতন কিনা মাত্র ৫৫ লক্ষ!

অবাক হলেও এটাই রিঙ্কু সিংয়ের আসল বেতন। কেকেআরের হয়ে স্বপ্নের ছন্দে খেলছেন টানা দুই মরশুম। ধারাবাহিকভাবে কেকেআরের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করছেন। কঠিন পরিস্থিতি থেকে একাধিকবার কেকেআরকে ম্যাচ জিতিয়ে চলেছেন রিঙ্কু সিং। এমনকি পারফরম্যান্সের বিচারে আন্দ্রে রাসেলের মত টি২০ দৈত্যকেও নিষ্প্রভ মনে হচ্ছে রিঙ্কুর ব্যাটের কাছে, সেই তারকার প্রতিই কি অবিচার করছে না কেকেআর?

নিলামের পরেই উঠে গিয়েছে প্রশ্ন। আইপিএল ছাপিয়ে রিঙ্কু আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন জাতীয় দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠ হোক, বা দক্ষিণ আফ্রিকায় গিয়ে ব্যাটিং বিক্রম দেখানো- রিঙ্কুর ব্যাট থামানো যাচ্ছে না। ওয়ান্ডার্সে গিয়ে মিডিয়া বক্সের কাঁচ ভেঙে দিয়েছেন বিশালাকায় ছক্কায়। সেই রিঙ্কুর বেতন-ই কিনা মাত্র ৫৫ লক্ষ।

কীভাবে? বুঝিয়ে দেওয়া যাক। ২০১৭ থেকেই আইপিএলে খেলছেন উত্তরপ্রদেশের তারকা। সেই বছর নিলামে পাঞ্জাব কিংস মাত্র ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল। ২০১৮-য় কেকেআর রিঙ্কুকে সই করে ৮০ লক্ষ টাকায়।২০২২-এ মেগা নিলামের আগে রিঙ্কুকে কেকেআর রিলিজ করে পুনরায় নিলাম থেকে কেনে কম দামে- ৫৫ লক্ষয়। অর্থাৎ মেগা নিলামের পর রিঙ্কুর আইপিএল বেতন কমেছে ২৫ লক্ষ টাকা।

আরও পড়ুন- ভাগ্য খুলল সিকিউরিটি গার্ডের ছেলের! ধোনির শিষ্য, রাঁচির গেইলের দাম উঠে গেল ৩.৬০ কোটি

২০২২-এর আইপিএল পর্যন্ত রিঙ্কু বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই সিজনে ৭ ম্যাচে ১৭৭ রান করেছিলেন। ৩৪.৮০ গড়ে রিঙ্কুর স্ট্রাইক রেট ছিল ১৪৮.৭২। গত সিজনে রিঙ্কু ঝড় সুনামির আকার নেয়। ১৪ ম্যাচে ৪৭৪ রান করে যান ৫৯.২৫ গড়ে, ১৪৯.৫৩ স্ট্রাইক রেট সমেত। সবমিলিয়ে ৩১ আইপিএল ম্যাচে রিঙ্কুর রান ৭২৫। গড় এবং স্ট্রাইক রেট যথাক্রমে ৩৬.২৫ এবং ১৪২.১৬।

KKR Kolkata Knight Riders IPL ipl auction Rinku Singh
Advertisment