Advertisment

নিলামে বুক ভাঙল কুলদীপ যাদব, মুরুগান অশ্বিনের! দল পেলেন না একাধিক বিশ্বকাপজয়ী অজিরাও

নিলামে অবিক্রিত রয়ে গেলেন যাঁরা, দেখে নেওয়া যাক এক নজরে

author-image
IE Bangla Sports Desk
New Update
mallika-sagar

আইপিএলের প্রথম নিলাম পরিচালক মল্লিকা সাগর (টুইটার)

আইপিএলের নিলাম অনেক তারকার স্বপ্ন গড়ে দেয়। অনেকের স্বপ্ন আবার চুরমার করে দেয়। দুবাইয়ের কোকাকোলা এরেনা জোড়া সেই আবেগের রং ছুঁয়ে থাকল। একদিকে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ড্যারেল মিচেলরা যখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এক নিমেষে। অচেনা সমীর রিজভি, শুভম দুবে, কুমার কুশাগ্ররাও রাতারাতি কোটিপতি। তখন একের পর এক নামি তারকা নিলামে অবিক্রিত রয়ে গেলেন।

Advertisment

বিশ্বকাপজয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক যখন আইপিএল নিলামেই ইতিহাস গড়ে গেলেন, তখন সেই অস্ট্রেলিয়ারই একাধিক বিশ্বকাপজয়ী আইপিএলে দল পেলেন না। স্টিভ স্মিথ থেকে জস হ্যাজেলউডরা যেমন নিলামে অবিক্রিত রয়ে গেলেন, তেমন কয়েকদিন আগেই ভারতে টি২০ সিরিজে দুর্ধর্ষ শতরানকারী জস ইংলিশ, এমনকি আরসিবির জার্সিতে দু-বছর আগেই বিরাট দাম পাওয়া কাইল জেমিসনকে কেউ কিনল না।

কুলদীপ যাদব (ফাস্ট বোলার, আনক্যাপড) ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ। ২০২১ থেকেই আইপিএলে খেলছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তাঁকে রিলিজ করে দিয়েছিল মরু শহরের ফ্র্যাঞ্চাইজি। তিনি এবার দল পাননি।

একইভাবে মুরুগান অশ্বিন যাঁকে বিস্ময় স্পিনার ধরা হচ্ছিল। ২০১৭ থেকেই আইপিএলে খেলে এসেছেন প্রত্যেক সিজনে- দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংসের মত দলে খেলেছেন। তিনিও মঙ্গলবার দল পেলেন না।

অবশ্য অবিক্রিত থাকলেও আইপিএলে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। কোনও ফ্র্যাঞ্চাইজির কোনও তারকা চোট বা অন্য কোনও কারণে লিগে খেলতে না পারলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি নিলামে অবিক্রিত তারকাদের মধ্যে কাউকে বাছাই করতে পারবে।

দেখে নেওয়া যাক কোন তারকারা শেষমেশ অবিক্রিত রয়ে গেলেন-

করুণ নায়ার (বেস প্রাইস: ৫০ লক্ষ)
স্টিভ স্মিথ (বেস প্রাইস: ২ কোটি)
ফিল সল্ট (বেস প্রাইস: ১.৫ কোটি)
জস ইংলিশ (বেস প্রাইস: ২ কোটি)
কুশল মেন্ডিস (বেস প্রাইস: ৫০ লক্ষ)
জস হ্যাজেলউড (বেস প্রাইস: ২ কোটি)
আদিল রশিদ (বেস প্রাইস: ২ কোটি)
ওয়াকার সালামখেল (বেস প্রাইস: ৫০ লক্ষ)
আকিল হোসেন (বেস প্রাইস: ৫০ লক্ষ)
ইশ সোধি (বেস প্রাইস: ৭৫ লক্ষ )
তাব্রিজ শামসি (বেস প্রাইস: ৫০ লক্ষ)
রোহন কুনম্মেল (বেস প্রাইস: ২০ লক্ষ )
প্রিয়াংশ আর্য (বেস প্রাইস: ২০ লক্ষ )
মনন ভোহরা (বেস প্রাইস: ২০ লক্ষ)
সরফরাজ খান (বেস প্রাইস: ২০ লক্ষ)
রাজা বাওয়া (বেস প্রাইস: ২০ লক্ষ)
ভিভ্রান্ত শর্মা (বেস প্রাইস: ২০ লক্ষ)
অতীত শেঠ (বেস প্রাইস: ২০ লক্ষ)
ঋত্বিক শোখিন (বেস প্রাইস: ২০ লক্ষ )
উর্বিল প্যাটেল (বেস প্রাইস: ২০ লক্ষ )
বিষ্ণু সোলাঙ্কি (বেস প্রাইস: ২০ লক্ষ )
কুলদীপ যাদব (বেস প্রাইস: ২০ লক্ষ )
ঈশান পোড়েল (বেস প্রাইস: ২০ লক্ষ )
শিবা সিং (বেস প্রাইস: ২০ লক্ষ )
মুরুগান অশ্বিন (বেস প্রাইস: ২০ লক্ষ )
পুলকীত নারং (বেস প্রাইস: ২০ লক্ষ )
ফিন এলেন (বেস প্রাইস: ৭৫ লক্ষ )
কলিন মুনরো (বেস প্রাইস: ১.৫ কোটি)
রাসি ভ্যান দার ডুসেন (বেস প্রাইস: ২ কোটি)
কোয়েইস আহমেদ (বেস প্রাইস: ৫০ লক্ষ)
মিচেল ব্রেসওয়েল (বেস প্রাইস: ১ কোটি)
জেমস নিশাম, এডাম মিলনে (বেস প্রাইস: ১.৫ কোটি)
কিমো পল (বেস প্রাইস: ৭৫ লক্ষ)
ওডিয়ান স্মিথ (বেস প্রাইস: ৫০ লক্ষ)
দুষ্মন্ত চামিরা (বেস প্রাইস: ৫০ লক্ষ)

শাই হোপ (বেস প্রাইস: ৭৫ লাখ টাকা)
বেন ডোওয়ারশুইস (বেস প্রাইস: ৫০ লাখ টাকা)
ম্যাট হেনরি (বেস প্রাইস: ৭৫ লাখ টাকা)
টাইমাল মিলস (বেস প্রাইস: ১.৫ কোটি টাকা)
ল্যান্স মরিস (বেস প্রাইস: ৭৫ লাখ টাকা)
সন্দীপ ওয়ারিয়র (বেস প্রাইস: ৫০ লাখ টাকা)
স্বস্তিক চিকারা (বেস প্রাইস: ২০ লাখ টাকা)
রোহিত রায়াডু (বেস প্রাইস: ২০ লাখ টাকা)
জি অজিতেশ (বেস প্রাইস: ২০ লাখ টাকা)
কেএল শ্রীজিত (বেস প্রাইস: ২০ লাখ টাকা)
গুরজপনীত সিং (বেস প্রাইস: ২০ লাখ টাকা)

IPL ipl auction
Advertisment