Advertisment

মুখের ওপর রোহিত-প্রশ্ন, ঢোঁক গিললেন আম্বানি! নিলামের মঞ্চেই বেকায়দায় মুম্বই ইন্ডিয়ান্স, দেখুন

দুবাইয়ে গিয়েও আম্বানিকে ধাওয়া করল রোহিত-ইস্যু, দেখুন ভিডিও

author-image
Subhasish Hazra
New Update
rohit-ambani

সুখের মুহূর্তে আম্বানিদের সঙ্গে রোহিত (টুইটার এবং ফেসবুক)

হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করার পর থেকেই বিতর্কের অন্য নাম হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে যেভাবে স্রেফ এক বিবৃতিতে ছুড়ে ফেলা হয়েছে, তা যথেষ্ট অপমানজনক।

Advertisment

রোহিতকে ছেঁটে ফেলে কার্যত গনরোষের মুখেও পড়েছে হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি। জার্সি পুড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা হঠাৎ করেই কমে গিয়েছে।

সেই ক্ষোভেরই আঁচ কিছুটা পেলেন স্বয়ং মুম্বই ইন্ডিয়ান্স-এর মালিক আকাশ আম্বানি। দুবাইয়ের কোকাকোলা এরেনায় হাজির ছিলেন আকাশ। নিলামে অংশ নেওয়ার জন্য। আর বিদেশে গিয়েও রোষ এড়াতে পারলেন না। নিলামের মঞ্চেই তাঁকে এক সমর্থক রোহিত শর্মাকে নিয়ে অপ্রীতিকর প্রশ্নের মুখে ফেলেন। সেই ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কী ঘটেছিল?
নিলামের সময়েই একজন সমর্থক চিৎকার করেন আকাশ আম্বানিকে উদ্দেশ্য করে। বলেন, "রোহিত শর্মাকে ফিরিয়ে আনুন।" তবে পরিস্থিতি দারুণ সামাল দেন আকাশ। বলেন, "চিন্তা করো না। ও আমাদের হয়ে ব্যাট করবে।" মঙ্গলবার এই ভিডিও শেয়ার করা হয় খোদ মুম্বই ইন্ডিয়ান্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে।

হার্দিক মুম্বই ফ্র্যাঞ্চাইজি থেকেই বিশ্বমঞ্চে স্বীকৃতি পান। তবে ২০২১-এর মেগা নিলামে হার্দিককে রিটেন করেনি মুম্বই। দলবদলের পর হার্দিক গুজরাট ফ্র্যাঞ্চাইজির নেতা হন। দু-বার গুজরাটকে নেতৃত্ব দিয়ে একবার চ্যাম্পিয়ন। অন্যবার রানার্স হন। জাতীয় দলেও সীমিত ওভারের দুই ফরম্যাটে রোহিতের নেতৃত্ব ভার নেওয়ার মুখে হার্দিক।

এবার নিলামের আগে ট্রেড ইন-এ হার্দিককে নিয়ে আসে মুম্বই। ভাবা হয়েছিল রোহিতের জায়গায় পরবর্তীতে নেতা হিসেবে হার্দিককেই ভাবছে মুম্বই। তবে এই মরসুমেই যে হার্দিককে ক্যাপ্টেন করবে মুম্বই, ভাবা যায়নি।

রোহিত পাঁচবার মুম্বইকে কাপ জিতিয়েছেন। ২০১৩-য় রিকি পন্টিং সরে যাওয়ার পর নেতৃত্বের দায়ভার নিয়েছিলেন হিটম্যান। তারপর দশ সিজনে পাঁচবার-ই চ্যাম্পিয়ন হয় মুম্বই। ২০১৩-র পর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০-টে6 আইপিএল জেতে মুম্বই।

গত সিজনেও রোহিতের নেতৃত্বে প্লে অফে পৌঁছয় মুম্বই। তবে সেকেন্ড কোয়ালিফায়ারে হেরে ছিটকে যায় রোহিত এন্ড কোং।

Mumbai Indians Rohit Sharma nita ambani akash ambani IPL ipl auction
Advertisment