গত আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে প্রচুর জল। এবার আইপিএলের নিলাম খালি হাতে ফেরাল না নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলকে। ১৪ কোটি দাম পেয়ে গেলেন তিনি।
গত বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক। যে কোনও পিচে ব্যাটিংয়ে স্বচ্ছন্দ। মিডল অর্ডারে স্ট্রাইক রোটেট যেমন করতে পারেন, তেমন বড় শট খেলতেও পারদর্শী। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের অপরিহার্য অংশ ড্যারেল মিচেলকে পাওয়ার জন্য তাই অর্থ খরচে কার্পণ্য করল না সিএসকে।
১৪ কোটি টাকা খরচ করে সিএসকে নিল কিউই তারকা। সেই সঙ্গে সিএসকে এবার নিল বহু আলোচিত রচিন রবীন্দ্রকেও। বিশ্বকাপের অন্যতম তরুণ তারকা হিসাবে আত্মপ্রকাশ হয়েছিল। ফরম্যাট বদলালেও তিনি যে টি২০'তেও যথেষ্ট সাবলীল হতে পারেন, সেই কথা মাথায় রেখেই এবার রচিন রবীন্দ্র দল পেয়ে গেলেন। তবে বেশি নয়, মাত্র ১.৮ কোটি টাকায় তাঁকে নিল সিএসকে।
ভাবা হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত কিউই তারকা নিলামে ভালোই দাম পাবেন। তবে সেটা হল না। প্রথমত ওয়ানডে দুরন্ত খেললেও তিনি টি২০ দুনিয়ায় সেভাবে পরীক্ষিত নন। অনভিজ্ঞতার জন্যই আইপিএলে বিক্রি হলেও প্রত্যাশিত দাম পেলেন না তিনি।
তবে সিএসকেতে তিনি খেলবেন ড্যারেল মিচেল, ডেভন কনওয়েদের সঙ্গে। কোচ স্টিফেন ফ্লেমিং এবার সিএসকেকে মিনি নিউজিল্যান্ড বানিয়ে ফেলেছেন। স্যান্টনার, কনওয়ে তো রয়েইছেন। এবার সিএসকে স্কোয়াডে যুক্ত হলেন ড্যারেল মিচেল, রচিন রবীন্দ্ররা।
রচিন রবীন্দ্রের সঙ্গে স্টিফেন ফ্লেমিংয়ের যোগসূত্র বহুদিন। তবে রচিন রবীন্দ্রের সঙ্গে সিএসকের কানেকশন রয়েছে আরও। কিউই তারকার শৈশবের কোচ বর্তমানে সিএসকের একাডেমির কোচ।
তাই সিএসকে নাম লিখিয়ে তিনি অনেকটা ঘরের পরিবেশ-ই পাবেন। এবার নিলামে বেশি দাম না পেলেও তিনি আইপিএলে পারফর্ম করে দাম বাড়িয়ে নিতে পারবেন, সেই সুযোগ থাকছে বিশ্বকাপে ঝড় তুলে দেওয়া তারকার সামনে।