এক তিনি ছিলেন চেন্নাইয়ের মহীরুহ। বছরের পর বছর ধরে সিএসকের জার্সিতে কিংবদন্তি তুল্য মর্যাদা পেয়েছেন। এমনকি মিস্টার আইপিএল শিরোনাম-ও অর্জন করেছেন। সুরেশ রায়না জাতীয় দলে তো সুপারস্টার, তবে আইপিএলে তাঁর উচ্চতা আরও অনেকটা। একাধিক রেকর্ড তাঁর পালকে।
করোনার সময়ে দুবাইয়ের আইপিএলে তাঁর অনুপস্থিতি চিড় ধরিয়েছিল সিএসকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কে। তারপর চেন্নাইয়ে ব্রাত্য হলেও আর অন্য কোনও দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি। সেই রায়না-ই নাকি এবার সিএসকে সংসারে ফিরলেন অন্য অবতারে। অবশ্য রায়না না হলেও, ইনি ঘরোয়া ক্রিকেটে রায়নার ডুপ্লিকেট নামেই পরিচিত।
মঙ্গলবার দুবাইয়ের কোকাকোলা এরেনায় সিএসকে যাঁর জন্য ৮.৪ কোটি টাকা খরচ করল, তাঁর সঙ্গে অনেকটাই জুড়ে রয়েছেন রায়না। সরাসরি না হলেও, অন্যভাবে। রায়নার মতই উত্তরপ্রদেশের বাসিন্দা সমীর রিজভি। ব্যাটিং স্টাইল থেকে বড় শট হাঁকানোর ক্ষমতা অনেকটা রায়নার মতই। এই কারণেই তাঁকে ঘরোয়া ক্রিকেটে ডাকা হয় ডান হাতি সুরেশ রায়না নামে।
ইউপি টি২০ লিগে তিনি প্ৰথম নজর কেড়ে নেন। কানপুর সুপারস্টারের হয়ে ৯ ইনিংসে ৪৫৫ রান করেছেন। হাঁকিয়েছেন দু-দুটো বিধ্বংসী শতরান। ইউপি টি২০ লিগের সেই পারফরম্যান্সের পরেই সমীর রিজভি একটা নয়, তিন-তিনটে আইপিএল ফ্র্যাঞ্চাইজির ট্রায়ালে ডাক পান। পাঞ্জাব কিংস তো উঠেপড়ে লেগেছিল সমীরকে দলে নেওয়ার জন্য। তবে দুর্ভাগ্যবশত, উত্তরপ্রদেশের হয়ে অনুর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়ায় ট্রায়ালে হাজির হতে পারেননি।
তবে সেই আক্ষেপ সমীর পূরণ করে দিয়েছিলেন অনুর্ধ্ব-২৩ টুর্নামেন্টে একদিনের ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৬৫ বলে ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলে। ফাইনালে সমীর উত্তরাখণ্ডের বিপক্ষে ৫০ বলে ৮৪ করে যান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে ফিনিশ করেন তিনি।
এমন তারকাকে নেওয়ার জন্য চেন্নাই যে উঠেপড়ে লাগবে, সেটাই স্বাভাবিক। সিএসকের সঙ্গেই সমীরকে পাওয়ার লড়াইয়ে প্রবলভাবে নামে গুজরাট টাইটান্স। গুজরাটই প্ৰথম সমীরের দাম ২ কোটি ছাড়িয়ে দেয়। তবে শেষমেশ সিএসকে ৮.৪ কোটি দাম দেওয়ার পর আর কোনও ফ্র্যাঞ্চাইজি দাম দেয়নি নিলামে।
নিলামে আনক্যাপড সমীর রিজভির সঙ্গেই আলোচনায় উঠে এসেছেন শুভম দুবে। ঘরোয়া ক্রিকেটে ফিনিশার হিসাবে পরিচিত। বিদর্ভ থেকে উঠে আসা সেই তারকাকেই নিল রাজস্থান রয়্যালস। ৫.২ কোটি টাকার বিনিময়ে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শুভম। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং করতে পারেন। দিল্লি ক্যাপিটালস অন্য এক আনক্যাপড তারকা কুমার কুশাগ্রকে নিল ৭.২ কোটি টাকা খরচ করে।