Advertisment

২৪.৭৫ কোটি উড়িয়ে KKR কেন কিনল স্টার্ককে, আসল রহস্য এবার ফাঁস মেন্টর গম্ভীরের

নিলামে হাজির ছিলেন গৌতম গম্ভীর।

author-image
IE Bangla Sports Desk
New Update
starc-gambhir

নিলামে স্টার্ককে বিশাল টাকা খরচ করে কিনেছে গম্ভীরের কেকেআর (টুইটার)

পুরো থলি উপুড় করে মিচেল স্টার্ককে দুবাইয়ের নিলামে ছিনিয়ে নিয়েছে কেকেআর। রেকর্ড দাম ২৪.৭৫ কোটি টাকায়। স্টার্ক একদিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের পেসার। বেশ সফল হয়েছে এবারের বিশ্বকাপ ক্রিকেটে। কিন্তু, তাই বলে, এত টাকা শুধু স্টার্কের পিছনে খরচা করার কী দরকার ছিল? ক্রিকেট তো ১১ জনের খেলা। ওই টাকায় তো দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার পেয়ে যেত নাইটরা! নিলামে স্টার্কের দাম শুনে থ হয়ে গিয়েছেন অনেকেই। তাঁরাই নানা প্রশ্ন তুলছেন।

Advertisment

নিলামের দিন (১৯ ডিসেম্বর, মঙ্গলবার) কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর যা সাফাই দিয়েছেন, তা সন্তুষ্ট হওয়ার মত নয়। বোঝাই গিয়েছে, সিদ্ধান্তটা মাইসোরের না। তিনি শুধু কথা মেনে চলেছেন। আর, এই কারণেই সবাই এখন স্টার্কের পিছনে কেকেআরের বাজেট খালি করার জন্য আঙুল তুলছেন গৌতম গম্ভীরের দিকে। গৌতম নাইটদের টিম মেন্টর। দুবাইয়ের নিলামেও কেকেআরের প্রতিনিধিদলে ছিলেন। পরিস্থিতি বুঝে গম্ভীরই তাই স্টার্ক ইস্যুতে ব্যাট ধরলেন দলের হয়ে। সাংবাদিকদের গম্ভীর বলেছেন, 'ও এক্স ফ্যাক্টর। এনিয়ে কোনও সন্দেহই নেই। যিনি নতুন বলে মারণ ওভার করতে পারেন, আক্রমণে নেতৃত্ব দিতে পারেন, এমন একজন।'

এখানেই থামেননি গম্ভীর। তাঁর কথায়, 'ওঁর জন্য আমাদের দলের দেশীয় দুই বোলারের অত্যন্ত উপকার হবে। দেশীয় দুই বোলারই অত্যন্ত প্রতিভাবান। তাঁদের শুধু একটু বাইরে থেকে সাহায্য চাই। স্টার্ক সেই দায়িত্বটা পূরণ করবেন। ও (স্টার্ক) শুধু ভালো বোলারই না। আক্রমণে নেতৃত্ব দিতে পারে। ওর পাশে যাঁরা থাকে, তাঁদের সাহায্য করে। তাই, কাউকে এর দাম দিতেই হবে।' এই কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে, স্টার্ককে বাছাই করার পিছনে নিলামে ঠিক কে ছিলেন।

আরও পড়ুন- IPL ছাড়লেন তিন আন্তর্জাতিক ক্রিকেটার! কোটি-কোটি টাকার মোহ ত্যাগ করলেন সহজেই

দু'বারের আইপিএল চ্যাম্পিয়নরা নিলামের ঠিক আগেই লকি ফার্গুসন ও শার্দুল ঠাকুরকে রিলিজ করে দিয়েছে। নিলামে স্টার্ককে নিতে বেজায় চেষ্টা চালিয়েছিল গুজরাত টাইটানসও। তাদের সঙ্গে কেকেআর রীতিমতো যুদ্ধ করে অজি পেসারকে ছিনিয়ে এনেছে। ৩৩ বছর বয়সি বাঁ-হাতি পেসার অবশ্য ২০১৫-র পর এই প্রথম আইপিএল খেলবেন। তাঁর জাতীয় দলের ক্যাপ্টেন এবং পেসার প্যাট কামিন্সও ভালো দরে (২০.৫০ কোটি টাকা) হায়দরাবাদ সানরাইজার্সে যোগ দিয়েছেন। এখন দেখার, দুই অজি তাঁদের দলগুলোকে আইপিএলে ঠিক কী উপহার দেন! ঠিক কতটা টাকা উসুল করে দিতে পারেন। এখন সেদিকেই চোখ থাকবে সকলের।

Cricket Australia Gautam Gambhir KKR Kolkata Knight Riders IPL ipl auction Australia Cricket Team
Advertisment