আইপিএলের সেই ম্যাচের কথা কে-ই বা ভুলতে পেরেছে। টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা রোমাঞ্চকর ম্যাচ হয়ে গিয়েছে সেই ম্যাচ। কেকেআর ম্যাচ থেকে হারিয়েই গিয়েছিল। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩০-এর বেশি রান। সেই রান অবশ্য ঐতিহাসিকভাবে চেজ করেছিল কেকেআর।
রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে। টানা পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। রিঙ্কু এখন হয়ে উঠেছেন আইপিএল সেনসেশন। আইপিএল ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও রিঙ্কুর ব্যাট কথা বলতে শুরু করেছে।
অভিশপ্ত সেই ম্যাচের বোলার ইয়াশ দয়ালকে আর দেখা যায়নি গুজরাট টাইটান্স-এর হয়ে খেলতে। সিজন শেষেই রিলিজ করে দেওয়া হয়েছিল ইয়াশ দয়ালকে। পরে হার্দিক পান্ডিয়া আইপিএল চলাকালীন-ই বলে দিয়েছিলেন, সেই ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েছে। এমনকি ৯ কেজি ওজন-ও কমে গিয়েছিল দয়ালের।
সেই ঘটনা আপাতত অতীত। গুজরাটের রিলিজ করে দেওয়া তারকাই আইপিএল নিলামে হিট। ৫ কোটি টাকায় ইয়াশ দয়ালকে কিনে নিল আরসিবি। ফাফ দু প্লেসিস, বিরাট কোহলিদের সতীর্থ হচ্ছেন তিনি। বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সেখান থেকেই তাঁর দাম পৌঁছে গেল ৫ কোটিতে।
গুজরাটের আইপিএল আবির্ভাব থেকেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় তাঁর। ৯ ম্যাচে প্ৰথম সিজনেই নিয়েছিলেন ১১ উইকেট। গত সিজনে দুঃস্বপ্নের কেটেছে তাঁর। ৫ ম্যাচ খেলে তাঁর শিকার মাত্র দুটি। আইপিএলে তাঁর সেরা পারফরম্যান্স ৪০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার।