Rishabh Pant’s fitness: ঋষভ পন্থের প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা। আর, এই ব্যাপারে আশাবাদী বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। তিনি জানিয়েছেন, বিসিসিআই প্রতিদিন ঋষভের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। পন্থ ১৫ মাস আগে, ২০২২ সালের ডিসেম্বরে এক গাড়ি দুর্ঘটনায় আঘাত পেয়েছিলেন। তা থেকে সেরে উঠছেন। ফের ব্যাটিং আর উইকেট কিপিং শুরু করেছেন।
পন্থের ব্যাপারে বলতে গিয়ে জয় শাহ বলেন, 'পন্থ ভালো করছে। ও ব্যাটিংও করছে। আবার কিপিংও করছে। অদূর ভবিষ্যতে আমরা (বিসিসিআই) ওকে ফিট ঘোষণা করব। ও যদি ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে পারে, সেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে। ও আমাদের সম্পদ।' ধর্মশালায় ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচের মধ্যে এক আলাপচারিতার ফাঁকে শাহ একথা জানান।
শাহর সোজা কথা, পন্থের প্রত্যাবর্তনের সিদ্ধান্তটা নেবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ)। এর প্রধান ভিভিএস লক্ষ্মণ ও এনসিএর ক্রীড়া ও বিজ্ঞান বিভাগের প্রধান নীতিন প্যাটেল পন্থের ফিটনেস রিপোর্ট পর্যবেক্ষণ করছেন, খতিয়ে দেখছেন। শাহ জানিয়েছেন, 'পন্থের জন্য দরজা জাতীয় দলের দরজা খোলা আছে। এই মুহূর্তে আমরা ওকে পর্যবেক্ষণে রাখছি। আমাদের বিশেষজ্ঞ টিম ওর ফিটনেসটা কী অবস্থায় আছে, বোঝার চেষ্টা চালাচ্ছে। তাঁদের সঙ্গে পরামর্শর পরেই আমরা ওকে ফিটনেসের ব্যাপারে ছাড়পত্র দিতে পারব।'
দুর্ঘটনার জেরে বাংলাদেশ সিরিজের পর থেকে পন্থ একটিও ম্যাচ খেলেননি। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আইপিএলের মাধ্যমেই ভারতীয় দলে ফেরার চেষ্টা চালাচ্ছেন। দ্য আইসিসি রিভিউ-এর সঙ্গে কথা বলতে গিয়ে, দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং বলেছেন যে তিনি পন্থকে আসন্ন আইপিএল মরসুমের শুরু থেকেই দলে চাইছেন। পন্টিং চান, পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই দলে প্রত্যাবর্তন করুন। তবে সবটাই নির্ভর করবে, ফিটনেসের ওপর।
পন্টিং বলেন, 'ও (পন্থ) গত কয়েক সপ্তাহে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলেছে। এটা সত্যিই আমাদের জন্য উত্সাহজনক ব্যাপার। আমি জানি যে ও এখন যে স্তরে আছে, ফিটনেসকে সেই স্তরে নিয়ে যাওয়ার জন্য ও অবিশ্বাস্য কঠোর পরিশ্রম করেছে। ও অনুশীলন ম্যাচে মাঠে নেমেছে। এখনও পর্যন্ত ব্যাটিং করতে ওর কোনও সমস্যা হয়নি। আমাদের উদ্বেগের ব্যাপার, যে ও শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারবে কি না! কারণ, ও গত বছর খেলতে পারেনি। তাতে আমাদের গত ১২-১৪ মাসে বিরাট ক্ষতি হয়েছে।'
পন্টিং বলেন, 'আমাদের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। কারণ, পন্থ যদি ফিট থাকে, ও সরাসরি অধিনায়কের ভূমিকাতেই ফিরবে। যদি ও পুরোপুরি ফিট না-হয়, তবে আমাদের ওকে একটু ভিন্ন ভূমিকায় ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে।' পন্থ ইতিমধ্যেই অনুশীলন ম্যাচ খেলেছেন। পন্টিং আশাবাদী, পন্থকে মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের উদ্বোধনী ম্যাচে পাওয়া যাবে। ওই ম্যাচ হবে ২৩ মার্চ।
আরও পড়ুন- শামিকে নিয়ে চরম দুঃসংবাদ জয় শাহের! এক মন্তব্যেই ভেসে এল দুঃখের ঢেউ
পন্টিং নিজে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। শুধু অধিনায়ক বলা ভুল। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন। সেই পন্টিং, পন্থের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, গোটা বিশ্ব পন্থের জন্য অপেক্ষায়। 'শুধুমাত্র দিল্লি ক্যাপিটালসের কোচের দৃষ্টিকোণ থেকে নয়। ও ফের ক্রিকেট খেলছে, আমি সেটাই দেখতে চাই। আমি মনে করি, গোটা বিশ্ব সেটা চায়। ও তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে ফিরুক। সবার এমনটাই আশা। যদি ও সেটা করতে পারে, আমি নিশ্চিত যে দিল্লি কিছু ম্যাচ জিতবেই। আর এই মরশুমটা আমাদের ভালো কাটবে।' দিল্লি কোচ আত্মবিশ্বাসী যে পন্থ গত ১৫ মাস ধরে ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রত্যাবর্তনে ভয় পাবেন না। পন্টিংয়ের কথায়, 'আমি নিশ্চিত, গত ১৫ মাস ক্রিকেটকে মিস করলেও ও বিনা দ্বিধায় কামব্যাক করবে।'