Advertisment

IPL 2024: ভোটের সময় কোথায় কোথায় IPL! বড় ঘোষণায় উল্লাসের আপডেট BCCI-এর

IPL to start from March: মার্চের প্ৰথম সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। নির্বাচনের দিনক্ষণের সঙ্গে আইপিএলের সম্ভাব্য সংঘাতের কারণে বিদেশে লিগের আয়োজনের সম্ভবনা নিয়ে প্রশ্ন উঠলে অরুণ ধুমল স্পষ্ট জানিয়ে দেন, "কোনওভাবেই বিদেশে আইপিএল আয়োজিত হবে না।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, Hardik Pandya, Jay Shah, BCCI, IPL

IPL 2024: মার্চের শেষ সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল (টুইটার)

BCCI official Arun Dhumal on IPL 2024 schedule: আইপিএলের সপ্তদশ সংস্করণ শুরু হতে চলেছে মার্চের ২২ তারিখ থেকে। লোকসভা নির্বাচনের মধ্যেই পুরো লিগ আয়োজিত হবে ভারতে। মঙ্গলবার আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল এমনটাই জানিয়ে দিলেন।

Advertisment

অরুণ ধুমল ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, "আমরা মার্চের ২২ তারিখ থেকে আইপিএল শুরু করতে চাইছি।" জানালেন, প্রাথমিকভাবে আইপিএলের প্ৰথম ১০ দিনের সূচি ঘোষণা করবে বোর্ড। তারপর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বাকি লিগের সূচি জানানো হবে।

আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, "আমরা আইপিএলের সূচি ঘোষণার পর নিরাপত্তা এজেন্সির তরফে তাঁদের সমস্যার কথা জানানো হবে- এরকম সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক- তা চাই না। শেষ মুহূর্তে ভেন্যু বদল হলে আয়োজন সংক্রান্ত বিষয়ে চাপ তৈরি হয়। ম্যাচের আয়োজনের পিছনে প্রচুর সমস্যার উদ্ভব হয়। প্রতি আইপিএল ম্যাচের জন্য অনেক সময়ের আয়োজন থাকে। তাই প্ৰথম কয়েকটা ম্যাচের সূচি ঘোষণা করে অপেক্ষা করতে হবে। কোন রাজ্যে নির্বাচনের দিনক্ষণ কবে, সেই বিষয়ে পরিষ্কার চিত্র ধরা পড়লেই বাকি ম্যাচের শিডিউল জানানো হবে।"

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় না খেললে লোক্যাল ট্রেনে হকারি করতেন সরফরাজ! বাবার সঙ্গে হয় আগাম প্ল্যানিং

মার্চের প্ৰথম সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। নির্বাচনের দিনক্ষণের সঙ্গে আইপিএলের সম্ভাব্য সংঘাতের কারণে বিদেশে লিগের আয়োজনের সম্ভবনা নিয়ে প্রশ্ন উঠলে অরুণ ধুমল স্পষ্ট জানিয়ে দেন, "কোনওভাবেই বিদেশে আইপিএল আয়োজিত হবে না। সেই কারণেই আমরা নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছি। যাতে সেই অনুযায়ী পরিকল্পনা কষা যায়।"

লোকসভা নির্বাচনের কারণে অতীতেও বিদেশের মাটিতে আইপিএল আয়োজিত হওয়ার নজির রয়েছে। ২০০৯-এ আইপিএলের পুরো আয়োজন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-য় প্ৰথম ২০ ম্যাচ খেলা হয় আমিরশাহিতে। বাকি অর্ধেক হয় ভারতে। ২০১৯-এ আবার লোকসভা নির্বাচনের সময়েই সমান্তরালে গোটা দেশ জুড়ে আইপিএল আয়োজিত হয়েছিল।

টি২০ ওয়ার্ল্ড কাপ জুন থেকে শুরু হয়ে যাবে। তাই আইপিএল মে মাসের শেষ সপ্তাহে খতম করতেই হবে। গত কয়েক সিজন ধরেই যা হয়ে আসছে, আইপিএলের প্ৰথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে এবং গতবারের রানার্স গুজরাট টাইটান্স।

IPL Cricket News Lok Sabha polls BCCI loksabha election 2024
Advertisment