Advertisment

IPL 2024 Full Schedule: মাত্র ২১ দিনের সূচি প্রকাশ! ধোনি-ম্যাচেই উদ্বোধন IPL-এর, কেন! জানুন আসল কারণ

IPL 2024 Schedule Announcement Today, Indian Premier League Season 17: লোকসভা নির্বাচন আর কয়েক সপ্তাহ পরেই। তবে এই নির্বাচনী দামামার মধ্যে ভারতেই হবে লিগের প্রত্যেক ম্যাচ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে আগেই জানিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। সেই বক্তব্যের পরেই সরকারিভাবে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল আইপিএল সূচি। এই নিয়ে টানা নবম সিজন ওপেনিং ম্যাচ খেলবে সিএসকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024, Indian Premier League Full Schedule, IPL 2024 Full schedule

IPL 2024 Schedule: আইপিএলের প্ৰথম ম্যাচেই নামছে দুই হেভিওয়েট প্রতিপক্ষ (টুইটার)

IPL Schedule 2024, Team, Player List, Venue, Time Table: গতবারের দুই ফাইনালিস্ট দল নয়, আইপিএলের প্ৰথম ম্যাচেই সিএসকের মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি। মার্চের ২২ তারিখে আইপিএলের শুরুর ম্যাচেই দেখা যাবে কোহলি বনাম ধোনি যুদ্ধ।

Advertisment

লোকসভা নির্বাচন আর কয়েক সপ্তাহ পরেই। তবে এই নির্বাচনী দামামার মধ্যে ভারতেই হবে লিগের প্রত্যেক ম্যাচ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে আগেই জানিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। সেই বক্তব্যের পরেই সরকারিভাবে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল আইপিএল সূচি। এই নিয়ে টানা নবম সিজন ওপেনিং ম্যাচ খেলবে সিএসকে।

২১ ম্যাচের সূচি ঘোষণা করা হল আপাতত। এমনিতে সন্ধ্যায় সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। ডাবল হেডারের সময় দুপুরের ম্যাচের বল গড়াবে ৩.৩০-এ। আইপিএলের দ্বিতীয় দিনের থাকছে ডাবল হেডার।

এদিকে, দিল্লি ক্যাপিটালস নিজেদের প্ৰথম দুই ম্যাচ খেলবে না নিজেদের হোম গ্রাউন্ড অরুণ জেটলি স্টেডিয়ামে। কারণ ডব্লিউপিএল ফাইনাল আয়োজনের পর মাঠ প্রস্তুত থাকবে না প্ৰথম দুই ম্যাচের জন্য।

ডিডিসিএ-র তরফে বোর্ডকে আগেই ইমেল মারফত মাঠের কন্ডিশন জানিয়ে দেওয়া হয়েছিল। দিল্লি নিজেদের প্ৰথম দুই ম্যাচ খেলবে ভাইজ্যাগে। মার্চের ৩১ তারিখে দিল্লি প্ৰথম ম্যাচ খেলবে সিএসকের বিপক্ষে। এপ্রিলের ৩ তারিখে কেকেআরের বিপক্ষে একই ভেন্যুতে মুখোমুখি হবেন ঋষভ পন্থরা।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। সরকারিভাবে ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। তাই আপাতত প্ৰথম ১৫ দিনে ২১ ম্যাচের সূচি ঘোষিত হল। পরবর্তীতে গোটা লিগের সমস্ত ম্যাচের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

RCB Mumbai Indians Chennai Super Kings CSK KKR Kolkata Knight Riders BCCI Royal Challengers Bangalore IPL Gujarat Titans Lucknow Super Giants LSG
Advertisment