/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Dhoni-and-Rohit.jpg)
আইপিএলের দুই সফলতম অধিনায়ক ধোনি-রোহিত (টুইটার)
রোহিত শর্মার মত অধিনায়কত্ব থেকে ছাঁটাই না। দলের আইপিএল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ তাঁর হাতেই ছাড়ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ফ্র্যাঞ্চাইজি। রোহিতকে মুম্বই ইন্ডিয়ানস (এমআই) অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু, নিজের দলের অধিনায়কের ব্যাপারে সেই পথে হাঁটতে নারাজ সিএসকে। এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তা স্পষ্টও করে দিয়েছেন সিএসকে কর্তা তথা সিইও কাসি বিশ্বনাথন।
আইপিএল ২০২৪ শুরু হতে এখনও কয়েক মাস বাকি। সদ্য নিলাম মিটল। বিশ্বনাথনকে প্রশ্ন করা হয়েছিল, চেন্নাই তথা আইপিএলে এটাই কি ধোনির শেষ মরশুম হতে যাচ্ছে? জবাবে বিশ্বনাথন বল ঠেলেছেন ধোনির কোর্টেই। চেন্নাইয়ে জুনিয়র সুপার কিংস ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'এটা আমি জানি না। দেখুন, এই ব্যাপারে অধিনায়কই আপনাদের সরাসরি জানাতে পারবেন। তিনি কী করতে যাচ্ছেন, সেই ব্যাপারে তিনি আমাদের সঙ্গে আলোচনা করেন না।'
ধোনির ফিটনেস সম্পর্কে বলতে গিয়ে বিশ্বনাথন বলেন, 'তিনি তো ভালোই ফিট। ফিটনেসের লেভেল বাড়াতে জিমে যাচ্ছেন। সম্ভবত আরও ১০ দিনের মধ্যে নেটেও নামবেন।' চলতি বছরের শুরুতে চেন্নাই সুপার কিংসকে তাদের পঞ্চম আইপিএল পাইয়ে দেওয়ার পর, ধোনি জুনে মুম্বইয়ের এক হাসপাতালে সফলভাবে বাম হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। সেসবে না-ঢুকে বিশ্বনাথন জানান যে সিএসকের প্রস্তুতি আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে চেন্নাইতে শুরু হবে। 'আমরা মার্চের প্রথম সপ্তাহে কোথাও একটি ক্যাম্প করার কথা ভাবছি। আইপিএল ২২ মার্চ শুরু হওয়ার কথা। প্রথম সপ্তাহে চেন্নাইতেই আমাদের প্রথম ক্যাম্প হবে।'
আগামী বছর লোকসভা নির্বাচন। আইপিএল অন্য কোনও দেশে হতে পারে। এমনটা শোনা যাচ্ছে। সেই ব্যাপারে সিএসকে কর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এনিয়ে আমি এখনও কিছু জানি না। ফ্র্যাঞ্চাইজিদের এখনও কিছু জানানো হয়নি। নিলামের সময় যেটুকু বলেছে, তা হল ভারতেই খেলার জন্য প্রস্তুত থাকতে। এমনটাই শুনতে পেয়েছি। কিছু ম্যাচ অন্য দেশে হবে কি না জানি না।'
সদ্য সমাপ্ত আইপিএল নিলামে সিএসকে ছয় খেলোয়াড়কে বেছেছে- শার্দুল ঠাকুর (৪ কোটি টাকা), রাচিন রবীন্দ্র (১.৮ কোটি টাকা), ড্যারিল মিচেল (১৪ কোটি), সমীর রিজভি (৮.৪ কোটি), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা) এবং অবনীশ রাও আরেভেলি (২০ লক্ষ টাকা)। হলুদ ব্রিগেডের কর্তা এই ব্যাপারে বলেন, 'আমরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম। সেটা পূরণ হয়েছে। আমরা ড্যারিল মিচেলকে চেয়েছিলাম। আমাদের চিপকের উইকেটে সাইড বাউন্ডারির জন্য মুস্তাফিজুর রহমানকে চেয়েছিলাম। সেই অনুযায়ী পেয়েছি। আমাদের আশঙ্কা ছিল, পাব কি না। কিন্তু, শেষ পর্যন্ত যা চেয়েছিলাম, সবই পেয়েছি। সম্ভবত, এবারেরটাই আমাদের সবচেয়ে ভালো নিলাম হয়ে গেল।'
আরও পড়ুন- মুম্বই বাতিল করেছে রোহিতকে, তবু চেন্নাই কেন এখনও আঁকড়ে ‘বুড়ো’ ধোনিকে! IPL-এর রহস্য ফাঁস
উদীয়মান প্রতিভা সমীর রিজভি সম্পর্কে বলতে গিয়ে কাসি বিশ্বনাথন বলেন, 'সমীর রিজভিকে অনেকেই চেয়েছিল। আমরা ভাগ্যবান, রিজভিকে পেয়েছি। আমরা আসলে আম্বাতি রায়ডুর বদলে কাউকে চেয়েছিলাম। আমাদের কাছে ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় ছিল না। তাই, ভাবলাম প্রতিশ্রুতিমান কাউকে বেছে নিই। গত বছর আমরা পেয়েছিলাম শাইক রশিদ, নিশান্ত সিন্ধু এবং রাজবর্ধন হাঙ্গারগেকারকে। আমরা আসলে ভবিষ্যতের জন্যও দল তৈরির চেষ্টা করছি। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে।'