Delhi Capitals in IPL: ফের বড়সড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলে দিল্লি পাবে না দক্ষিণ আফ্রিকান তারকা লুঙ্গি এনগিদির সার্ভিস। প্রোটিয়াজ পেসারের বদলে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ককে পরিবর্ত হিসাবে ঘোষণা করল ক্যাপিটালস।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ম্যাকগার্ক চুটিয়ে খেললেও আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়ার জার্সিতে মাত্র দুটো ম্যাচ খেলেছেন তারকা। তিনি নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় যোগ দেবেন ক্যাপিটালস শিবিরে।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজ চলাকালীন এনগিদি গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর আর মাঠে দেখা যায়নি তারকাকে। আইপিএলের আগে পিএসএল-এও অংশ নিতে পারেননি তিনি।
আরও পড়ুন- লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ক্রিকেট সুপারস্টার
এনগিদির আগে দিল্লি ক্যাপিটালস শিবির থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক-ও। ৪ কোটি টাকা দর পাওয়া ব্রুক ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু আইপিএল-ই নয়, হ্যারি ব্রুক ভারত সফরকারী ইংল্যান্ড স্কোয়াড থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। ভারতে পা রাখার আগে আমিরশাহির প্রস্তুতি ক্যাম্প থেকে সোজা দেশে ফিরে গিয়েছিলেন।
হ্যারি ব্রুক ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, "দিল্লি ক্যাপিটালস আমাকে নিলাম থেকে কেনার পর উত্তেজিত ছিলাম। দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে ছিলাম। তবে নিজেকে সরিয়ে নেওয়ার পিছনে ব্যক্তিগত কারণ শেয়ার করতে আমি দায়বদ্ধ নয়। তবে অনেকেই জিজ্ঞাসা করছেন, কেন নিজেকে সরিয়ে নিলাম। তাই ঘটনা শেয়ার করছি। গত মাসে ঠাকুমাকে হারিয়েছি। ওঁর বাড়িতে আমার শৈশব কেটেছে। জীবনের প্রতি আমার চরিত্র এবং ক্রিকেটের প্রতি ভালবাসা ওঁর এবং প্রয়াত দাদুর কাছ থেকেই পাওয়া।"
"বাড়িতে থাকলে এমন কোনও দিন যায়নি, যেদিন আমি ঠাকুমার সঙ্গে সাক্ষাৎ করিনি। আমি ইংল্যান্ডের হয়ে খেলছি, তা উনি দেখেছেন, এটাই আমার কাছে প্রবল আনন্দের ছিল। গত কয়েকবছর যে কিছু পুরস্কার জিতেছি, আমি গ্ৰহণ করতে না পারলে উনিই সংগ্রহ করতেন। জানতাম এটা করতে উনি বেশ পছন্দ করতেন।"
২৩ মার্চ মোহালিতে দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।