IPL contract helped Dhruv Jurel clear debt of his parents: আর্থিক কারণে ভেসে যাচ্ছিল গোটা পরিবার। মা-বাবার মাথায় ছিল বিশাল দেনা। সেখান থেকে বাঁচিয়ে দিয়েছে আইপিএল চুক্তি। অবশ্য ধ্রুব এখন অনেক দূর এগিয়ে গিয়েছেন। কেএস ভরতের ব্যর্থতার পর ভারত যখন ভালো উইকেটকিপার খুঁজছে, সেই সময়ই টিম ইন্ডিয়ার হাতে উঠে এসেছে ধ্রুব জুরেল। টিম ইন্ডিয়ার এই চোখের মণির মধ্যেই এখন নতুন ধোনিকে খুঁজছে তাঁদের নিজের রাজ্য ঝাড়খণ্ড তো বটেই, গোটা ভারতের ক্রিকেটপ্রেমীরা।
সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ধ্রুবর অভিষেক হয়েছে। তৃতীয় ম্যাচ রাজকোট টেস্ট-এ ভরতের বদলে ধ্রুবকে খেলায় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। সেই থেকে পরপর তিন ম্যাচ খেলে দর্শকদের মন কেড়ে নেন ২৩ বছরের ছেলেটি। এবার তাঁকে দেখা যাবে আসন্ন আইপিএলে। ২২ মার্চ আইপিএলের শুরু। ধ্রুব রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন। সেখানেও তিনি ফ্র্যাঞ্চাইজির কর্তাদের মান রাখবেন বলেই অনুরাগীদের বিশ্বাস।
এই বিশ্বাসের জন্ম হয়েছে গত বছর। ২০২৩-এই ঝাড়খণ্ডের ছেলেটির আইপিএল অভিষেক হয়েছিল। ধ্রুব ১৩টি ম্যাচ খেলেছিলেন। আর অভিষেকেই আইপিএলের দর্শকদের মন কেড়েছেন। তবে, এবছর আইপিএলের মুখে দাঁড়িয়ে সেসবের চেয়েও ধ্রুবর মাথায় ঘুরছে তাঁর পরিবারের দেনার কথা। এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমি যখন চুক্তি করি, সেই সময় আমার মা-বাবার ঘাড়ে বিপুল দেনা ছিল। আমি আমার প্রথম মাইনে থেকে সেই সব দেনা মিটিয়েছি। আর, আমার মাকে গয়নাও কিনে দিয়েছি।'
অভিষেক ম্যাচে ধ্রুব ১০৪ বলে ৪৬ রান তুলেছেন। যার সাহায্যে টিম ইন্ডিয়ার রান ৪০০ পেরিয়ে গিয়েছে। পরের ম্যাচে ইন্ডিয়া যখন ৭ উইকেটে ১৭৭, সেই সময় ধ্রুব ইনিংসের হাল ধরেন। ১৪৯ বলে ৯০ রান করে ভারতকে ৩০০-র ওপরে পৌঁছতে সাহায্য করেন। সব মিলিয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে চার ইনিংসে তিনি ১৯০ রান করেছেন। একটি অর্ধশতক-সহ গড় ৬৩.৩৩।
আরও পড়ুন- হার্দিককে আমরা আটকাইনি! কুখ্যাত দলবদল নিয়ে সপাটে এবার মুখ খুললেন কোচ নেহরা
তবে, সেসব এখন অতীত। ধ্রুবর নজরে এখন আইপিএল আর নিজের দল রাজস্থান রয়্যালস। ভক্তদের কাছে যা পিংক আর্মি নামে পরিচিত। ২৩-এ ১৩ ম্যাচে তাঁর রান ছিল ১৫২। এবারের লক্ষ্য, তাকেও ছাপিয়ে যাওয়া। গতবারের ইমপ্যাক্ট খেলোয়াড়ের প্রতি রাজস্থান ভক্তদেরও আস্থা নেহাত কম নয়। ছোট অবস্থায় তাঁকে ক্রিকেট কিট কিনে দিতে গিয়ে তাঁর মা সোনার চেন বিক্রি করে দিয়েছিলেন। আইপিএল খেলার টাকা দিয়ে মাকে গয়না কিনে দিয়ে সেই ঋণ শোধ করেছেন রাজস্থানের ছেলেটি। এবার তাঁর মত নতুন মুখের ওপর আস্থা রাখায় ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর আস্থা রাখার পালা।