Advertisment

Sanjiv Goenka: ২৮৩৯০ কোটি টাকার মালিক, লেখাপড়া কিন্তু… সঞ্জীব গোয়েঙ্কার শিক্ষাগত যোগ্যতা বিশ্বাস করবেন না অনেকেই

Sanjiv Goenka Profile: কলকাতার বাসিন্দা। সঞ্জীব গোয়েঙ্কা ১৯৮১ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রী অর্জন করেন। ব্যবসার বাইরে, তাঁর স্ত্রী প্রীতি গোয়েঙ্কা একজন প্রখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার। তাঁদের দুই সন্তান রয়েছে শাশ্বত এবং অবর্ণার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanjiv Goenka Net Worth: সঞ্জীব গোয়েঙ্কা সম্পত্তি

Sanjiv Goenka Profile: দেশের শীর্ষ শিল্পপতিদের অন্যতম সঞ্জীব গোয়েঙ্কা (টুইটার)

Sanjiv Goenka profile: সঞ্জীব গোয়েঙ্কা একজন দূরদর্শী উদ্যোক্তা এবং RPSG গ্রুপের চেয়ারম্যান। উনি ভারতের সবচেয়ে বিশিষ্ট ব্যবসায়িক ধনকুবেরদের একজন। প্রায় ২৮,৩৯০ কোটি টাকার বিস্ময়কর নেট মূল্যের অধিকারী তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী, গোয়েঙ্কার প্রভাব বোর্ডরুমের বাইরেও খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেটে বিস্তৃত।

Advertisment

ব্যবসায়িক ধনকুবের (Business Tycoon)

ক্রিকেট তারকা কেএল রাহুলের নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস, আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্টস সহ একাধিক দলের মালিকানা, খেলাধুলার প্রতি তার আবেগকেই সিলমোহর দিয়েছে।

সঞ্জীব গোয়েঙ্কা কোম্পানিজ (Sanjiv Goenka: Companies)

সম্মানিত গোয়েঙ্কা পরিবারে জন্ম। সঞ্জীব গোয়েঙ্কা কলকাতায় সদর দপ্তর অবস্থিত RPSG গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে সাফল্যের পথ দেখিয়েছেন আগামী প্রজন্মকে। ২০১১ সালে পারিবারিক ব্যবসায় বিভক্ত হওয়ার পর, গোয়েঙ্কা RPSG গ্রুপ প্রতিষ্ঠা করেন, তথ্য প্রযুক্তি, মিডিয়া, খেলাধুলা, শিক্ষা, অবকাঠামো, শক্তি, কার্বন ব্ল্যাক এবং খুচরা পণ্য সহ বিভিন্ন সেক্টরে তাঁর বিনিয়োগ রয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, RPSG গ্রুপ ২০২৩ সালে ৩২ হাজার কোটি টাকার বেশি আয় করেছে, যা ভারতের কর্পোরেট ল্যান্ডস্কেপে এই সংস্থাকে সম্মানজনক সিংহাসন দিয়েছে।

ব্যক্তিগত জীবন এবং শিক্ষা (Sanjiv Goenka family)

কলকাতার বাসিন্দা। সঞ্জীব গোয়েঙ্কা ১৯৮১ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রী অর্জন করেন। ব্যবসার বাইরে, তাঁর স্ত্রী প্রীতি গোয়েঙ্কা একজন প্রখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার। তাঁদের দুই সন্তান রয়েছে শাশ্বত এবং অবর্ণার। শাশ্বত, বর্তমানে RPSG গ্রুপের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক উত্তরাধিকারে অবদান রেখেই এগিয়ে চলেছেন তিনি।

দর্শন এবং নেতৃত্ব (Sanjiv Goenka Awards & Achievements)

তার এই ব্যবসায়িক উদ্যোগের বাইরে, সঞ্জীব গোয়েঙ্কা একাধিক জনহিতকর কাজের সঙ্গে জড়িত। একাধিক মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্ব দান করছেন সফলভাবে। তিনি আইআইটি-খড়গপুরে বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আইআইটি-গান্ধীনগরের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। উল্লেখযোগ্যভাবে, তিনি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC) এর সর্বকনিষ্ঠ সভাপতি হওয়ার গৌরব অর্জন করেছেন। যা ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের একজন সম্মানিত নেতা হিসাবে তার গুরুত্বকে তুলে ধরেছে।

মোট সম্পদ এবং বর্ণাঢ্য জীবনযাত্রা (Sanjiv Goenka Net Worth)

ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, সঞ্জীব গোয়েঙ্কার মোট সম্পদ
৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। যা তাকে ফোর্বস বিলিয়নেয়ার তালিকায় ২০২৪-এ স্থান নিশ্চিত করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মধ্য দিল্লির মর্যাদাপূর্ণ লুটিয়েন্স জোনে একটি বিলাসবহুল বাংলোর মালিকানাও রয়েছে তাঁর।

সঞ্জীব গোয়েঙ্কার কলকাতা থেকে উত্থান রূপকথার মত। ভারতের ব্যবসায়িক অভিজাতদের উচ্চ পর্যায়ের তাঁর যাত্রা সকলের কাছে দৃষ্টান্তমূলক। যেহেতু তিনি RPSG গ্রুপকে যেভাবে নতুন নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং লখনউ সুপার জায়ান্টসকে একের পর এক সিজনে চ্যাম্পিয়ন করছেন, তাতে তাঁর ব্যবসা এবং ক্রীড়া- দুই দুনিয়াতেই তাঁর আবেগকে প্রতিফলিত করে।

Read the full article in ENGLISH

Mohun Bagan IPL Lucknow Super Giants LSG Mohun Bagan Super Giants IPL 2024
Advertisment