Advertisment

IPL Schedule 2024: আইপিএল ১৭-র স্কোয়াড, কারা খেলবেন কোন দলে, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

IPL 2024 Date Time: ২টি কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল-সহ ৪টি প্লেঅফ ম্যাচ ছাড়াও লিগ ম্যাচ হবে ৭০টি।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024, IPL Schedule 2024, IPL Fixtures 2024

IPL 2024: এই ট্রফির জন্যই লড়াই হবে আইপিএলের ১৭তম সিজনে। (এক্সপ্রেস ফটো)

IPL 2024 Match Schedule: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম অধ্যায় শুরু হতে পারে ২২ মার্চ। বিসিসিআই এখনও সময়সূচি আর ফিক্সচার প্রকাশ করেনি। আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গে যাতে আইপিএলের সূচি নিয়ে কোনও সমস্যা তৈরি না-হয়, সেটাই নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২টি কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল-সহ ৪টি প্লেঅফ ম্যাচ ছাড়াও লিগ ম্যাচ হবে ৭০টি।

Advertisment

দেখে নিন ১০ দলের স্কোয়াড

চেন্নাই সুপার কিংস- এমএস ধোনি (অধিনায়ক), মঈন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপাণ্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কোয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরি, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, শাইক রশিদ সিং, মিচেল সিং, রবীন্দ্র জাদেজা, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থেকশানা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরেভেলি।

মুম্বাই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিশান, এন. তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেণ্ডলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমা, রমজান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুশারা, নমন ধীর, আনশুল কাম্বোজ, মোহাম্মদ নবি, শিবালিক শর্মা।

দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্থ (অধিনায়ক), প্রভিন দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি অস্টওয়াল, পৃথ্বী শ, অ্যানরিচ নর্টজে, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিডি, ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ইশান্ত শর্মা, যশ ধুল, মুকেশ কুমার , হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, রিকি ভুই, কুমার কুশাগ্র, রাসিখ দার, ঝিয়ে রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পাতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেশাই, উইল জ্যাকস, মহীপাল লোমরর, কর্ণ শর্মা, মনোজ ভণ্ডগে, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ভিশক, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, রিস টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।

সানরাইজার্স হায়দরাবাদ- আবদুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভির সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মার্কণ্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকি, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেধ সুব্রমনিয়ন।

কলকাতা নাইট রাইডার্স-নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আংক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পাণ্ডে, মুজিবুর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।

গুজরাট টাইটানস- ডেভিড মিলার, শুভমান গিল (অধিনায়ক), ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শংকর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াতিয়া, মহম্মদ শামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশুয়া লিটল, মোহিত শর্মা, আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিঞ্জ।

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, সিকান্দার রাজা, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আরশদীপ সিং, নাথান এলিস, স্যাম কুরান, কাগিসো রাবাদা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হারপ্রীত ভাটিয়া, বিদওয়াত কাভেরাপ্পা, শিবম সিং, হর্ষল প্যাটেল, ক্রিস ওকস, আশুতোষ শর্মা, বিশ্বনাথ প্রতাপ সিং, শশাঙ্ক সিং, তনয় থ্যাগরাজান, প্রিন্স চৌধুরী, রিলি রসু।

রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভান ফেরেরা, কুনাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিদ কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা , আভেশ খান, রোভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুশতাক, নান্দ্রে বার্গার।

আরও পড়ুন- সম্মান মিশে গিয়েছে ধুলোয়! জাদেজার বাবাকে ফের চরম আক্রমণ বউ রিভাবার, অশান্তি চরমে

লখনও সুপার জায়ান্টস- কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, দেবদত্ত পাডিক্কল, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেমাক মানকদ, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কে গৌতম, শিবম মাভি, আরশিন কুলকার্নি, এম সিদ্ধার্থ, অ্যাশটন টার্নার, ডেভিড উইলি, মহম্মদ আরশাদ খান।

Mumbai Indians Chennai Super Kings KKR Rajasthan Royals Sunrisers Hyderabad BCCI Royal Challengers Bangalore IPL Delhi Capitals gujrat 2024 General Election Lucknow Super Giants Punjab Kings
Advertisment