Advertisment

Gautam Gambhir: KKR-এর IPL শুরু হয়ে গিয়েছে! কলকাতায় পা রেখেই অবাক দাবি গম্ভীরের

Gautam Gambhir in KKR: কেকেআর আইপিএল অভিযানে নামছে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা গম্ভীর এবার নাইট সংসারে প্রত্যাবর্তন করেছেন মেন্টর হিসাবে। গত দুই সিজন ধরেই লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, KKR, IPL

Gautam Gambhir in KKR: নাইট ড্রেসিংরুমে বার্তা গম্ভীরের (কলকাতা নাইট রাইডার্স টুইটার)

Indian Premier League 2024: ২২ তারিখ থেকেই আইপিএলের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। প্ৰথম ম্যাচেই মুখোমুখি আরসিবি এবং সিএসকে। আইপিএল শুরুর আগেই সমস্ত ফ্র্যাঞ্চাইজির প্রস্তুতি তুঙ্গে। শুক্রবারই কেকেআর মেন্টর গৌতম গম্ভীর কলকাতায় পা রেখেছেন।

Advertisment

আর মাঠে নামার আগেই গম্ভীর ড্রেসিংরুমে অগ্নিগর্ভ বক্তৃতা দিলেন। বলে দিলেন, কেকেআরের টুর্নামেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরাসরি কেকেআর মেন্টর বলে দিয়েছেন, টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছেন ক্রিকেটাররা। এটা যেন সকলে মাথায় রাখেন। "এদিন থেকেই আইপিএল শুরু হয়ে গিয়েছে। শারীরিকভাবে হোক বা মানসিকভাবে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। টুর্নামেন্টের অন্যতম সফল এক ফ্র্যাঞ্চাইজির হয়ে আমরা খেলছি। এই বিষয়টিই গর্ব করার মত।" বলেছেন আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক।

এরপরে তারকার আরও সংযোজন, "এই সিজন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেন্টর হিসাবে আমার বিশ্বাস আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের উজাড় করে দিতে হবে। ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দেওয়া আমাদের অগ্রাধিকার হতে চলেছে। যাঁরা আমার সঙ্গে খেলেছেন, তাঁরা ভালো করেই জানেন, আমি সমানাধিকারে বিশ্বাসী। আমার দলে কেউ সিনিয়র বা জুনিয়র নয়। সকলেই সমান। আমাদের লক্ষ্য একটাই, আইপিএল চ্যাম্পিয়ন হওয়া।"

আরও পড়ুন: বাদ পড়তে পারেন নারিনও! চমকের পর চমক এবারের KKR-এর প্ৰথম ১১-য়, কেমন হবে দল

কেকেআর আইপিএল অভিযানে নামছে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা গম্ভীর এবার নাইট সংসারে প্রত্যাবর্তন করেছেন মেন্টর হিসাবে। গত দুই সিজন ধরেই লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। তবে এবার পুরোনো পরিবারে ফিরলেন তারকা।

KKR Kolkata Knight Riders IPL
Advertisment