Gautam Gambhir in : প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীর ২০১২ আইপিএল মরসুমে গোটা দলের সামনে ব্রেন্ডন ম্যাককালামের কাছে ক্ষমা চেয়েছিলেন। সম্প্রতি ব্রেন্ডন ম্যাককালামের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন গৌতম গম্ভীর।
চেন্নাই সুপার কিংস (CSK)-এর বিপক্ষে ফাইনালের আগে লক্ষ্মীপতি বালাজি তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট পেলে নাইট রাইডার্স এক বিপত্তির সম্মুখীন হয়। বালাজির ইনজুরি তাদের বিজয়ী হওয়ার লক্ষ্যে তৈরি দলের কম্বিনেশনে আঘাত হেনেছিল। যার ফলে ব্রেন্ডন ম্যাককালাম ফাইনালে একাদশ থেকে বাদ পড়েন।
বালাজির পরিবর্তে গম্ভীর ব্রেট লিকে একাদশে নিয়েছিলেন। বিদেশি খেলোয়াড় কোটা মেনে চলার জন্য মনবিন্দর বিসলা দলে ঢোকেন। কলকাতা নাইট রাইডার্স সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০১২ জিতেছিল।
সেসব নিয়েই ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে, গৌতম গম্ভীর ব্রেন্ডন ম্যাককালামের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ম্যাককালামকে বাদ দেওয়ার জন্য গম্ভীর দুঃখ প্রকাশ করে গম্ভীর জানিয়েছেন, পারফরম্যান্সের চেয়েও দলের কৌশলকেই এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
গম্ভীর বলেন, 'চিপকে ফাইনালে যাওয়ার আগে, আমি গোটা দলের সামনে ব্রেন্ডন ম্যাককালামকে স্যরি বলেছিলাম। আমি বলেছিলাম, আমি সত্যিই দুঃখিত যে তোমাকে বাদ দিতে হয়েছে। কারণটা তোমার পারফরম্যান্স নয়, কারণটা আমাদের কম্বিনেশন। এটা কেউ ইচ্ছা করে করতে চায়নি। তাই গোটা দলের সামনে ওঁর কাছে ক্ষমা চাওয়ার সাহস পেয়েছিলাম। ক্ষমা চাওয়ার মধ্যে কোনও ভুল নেই।'
দলের জন্য নেওয়া এই সিদ্ধান্তটা যে ভুল ছিল না, তা প্রমাণ করে দিয়েছিলেন মানবিন্দর বিসলা। তিনি একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। ৪৮ বলে করেছিলেন ৮৯ রান। আর, কলকাতা নাইট রাইডার্স সফলভাবে ১৯.৪ ওভারে ১৯১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা পূরণ করেছিল। নাইট রাইডার্স তাদের প্রথম শিরোপা নিশ্চিত করায় বিসলাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্যে গৌতম গম্ভীর জানান, সব দলের মধ্যে খোলা এবং কার্যকরী যোগাযোগের গুরুত্ব অপরিসীম। প্রাক্তন ভারতীয় ওপেনার স্বীকার করেছেন যে, এই ধরনের কথোপকথন অস্বস্তিকর হতে পারে। কিন্তু, সেটা যে নেতৃত্বের বিকাশের জন্য অপরিহার্য, তেমনটাই তিনি দাবি করেন।
আরও পড়ুন- হাফপ্যান্টের বন্ধু এখনও রয়েছেন বুকে! প্রিয় ছোটুভাইয়ের মন ভাল হল ধোনির ছোট্ট এই কাজে
গম্ভীর বলেছেন, 'আমি যদি গোটা দলের সামনে ক্ষমা না চাইতাম, আমার হৃদয়ের গভীরে কোথাও একটা অপরাধবোধ থাকত। আমি বারবারই ভাবতাম যে আমি ঠিক কাজ করিনি। নেতৃত্ব মানে শুধু প্রশংসা করা বা নিজেকে একটা ঘেরাটোপের মধ্যে আবদ্ধ রাখা অথবা ক্রেডিট নেওয়াই নয়। আরও কয়েকটা জিনিস দরকার হয়। বিষয়গুলো কখনও খারাপের দিকে যায়। কিন্তু, এভাবেই একজন নেতা হিসেবে বড় হয়ে ওঠেন।'